বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

‘অভিমান’ ভাঙাতেই বাচ্চুর বাড়িতে তৃণমূল প্রার্থী কল্পনা

সংবাদদাতা, পতিরাম: তপন বিধানসভা কেন্দ্র থেকে এবার তৃণমূলের টিকিট পাননি বিধায়ক তথা মন্ত্রী বাচ্চু হাঁসদা। তাঁর পরিবর্তে কল্পনা কিস্কুকে প্রার্থী করেছে দল। দলের প্রার্থীতালিকা ঘোষণার পর এর আগে প্রকাশ্যে কোনও বিরূপ মন্তব্য করেননি বাচ্চুবাবু। তবে মন্ত্রীর ঘনিষ্ঠ মহলের তরফে জানানো হয়েছিল, দাদার অভিমান হয়েছে। সেই ‘অভিমান’ ভাঙাতেই শনিবার টিকিট পাওয়া কল্পনা কিস্কু, বাচ্চুবাবুর বাড়ি গিয়ে তাঁর পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ চাইলেন। 
বাচ্চুবাবুকে প্রণাম করেই কার্যত ভোট ময়দানে নামলেন কল্পনাদেবী। তিনি বলেন, বাচ্চুবাবু তপন বিধানসভা কেন্দ্রের দীর্ঘদিনের বিধায়ক। তাই সবার প্রথমে তাঁরই আশীর্বাদ নিতে, দলীয় কাজের সহযোগিতা চেয়ে তাঁর বাড়ি গিয়েছিলাম। কল্পনাদেবী  বলেন, বাচ্চুবাবু খুব সুন্দরভাবে এই বিধানসভা কেন্দ্রের দায়িত্ব এতদিন সামলেছেন। তাই আমি সবার প্রথমে তাঁর পা ছুঁয়ে প্রণাম করেছি। আমি চাই, তিনি আমার প্রচার সহ অন্যান্য কাজে আমাকে সহযোগিতা করুন। এছাড়াও পরবর্তীতে আমি আমাদের দলের জেলা সভাপতি সহ অন্যান্য নেতৃত্বকেও প্রণাম করে আশীর্বাদ নিয়েছি। প্রচারের কাজও শুরু করেছি। 
তবে টিকিট না পাওয়া ‘অভিমানী’ বাচ্চুবাবুর অভিমান কি সেই প্রণামে গলে গেল? তা নিয়ে প্রশ্ন উঠছে স্থানীয় রাজনৈতিক মহলে। এবার তাহলে বাচ্চু হাঁসদা প্রচারে তৃণমূল প্রার্থীকে সহযোগিতা করবেন? এই প্রশ্নও উঠছে। কারণ, বাচ্চুবাবু জানিয়েছেন, প্রার্থী নিয়ে তাঁর কোনও ক্ষোভ নেই। তবে তাঁকে নিয়ে দলের ভূমিকায় যে তিনি ক্ষুব্ধ, তা আর চেপে রাখতে পারেননি। বাচ্চুবাবু বলেন, দল ভালো মনে করেছে, তাই কল্পনাকে প্রার্থী করেছে। এবার আমাকে যোগ্য মনে করেনি, তাই আমাকে প্রার্থী করেনি। কল্পনা আমাকে প্রণাম করে গিয়েছে। আমাকে প্রচারে সহযোগিতাও করতে বলেছে। কিন্তু দল যদি আমাকে কিছু নির্দেশ বা দায়িত্ব না দেয়, তাহলে আমি কীভাবে কাজ করব? প্রার্থীর কথায় কেন কাজ করব? যদি দল আমাকে কোনও দায়িত্ব বা গুরুত্ব না দেয়, তাহলে এবারের নির্বাচনে নিজের ব্যক্তিগত কাজেই সময় কাটাব। 
এই ক্ষোভ থেকে তিনি দলবদলের কথা ভাবছেন কি না, সেব্যাপারে স্পষ্ট করে কিছু অবশ্য বলতে চাননি। বাচ্চুবাবু বলেন, রাজনীতি একটা ভালোবাসার জায়গা। আমার দল আমাকে ভালোবাসছে না। তবে অন্য দল যদি আমাকে ভালোবাসা দেয়, তাহলে আমি ভেবে দেখব। এ ব্যাপারে জেলা তৃণমূল সভাপতি গৌতম দাস বলেন, বাচ্চুদা আমাদের দলের বহু পুরনো এবং একজন দক্ষ নেতৃত্ব। দু’বারের বিধায়ক ও মন্ত্রী তিনি। হয়তো কোথাও একটা মনে হয়েছিল যে, তিনি এবারও টিকিট পাবেন। কিন্তু দল থেকে টিকিট দেওয়া হয়নি। তাই দুঃখ বা খারাপ লাগাটা স্বাভাবিক। আমাদের দলে তাঁর অনেক গুরুত্ব রয়েছে। আমরা বিষয়টি নিয়ে দ্রুত কথা বলব। বাচ্চুদার অভিমান দূর করে তাঁকে দলের কাজে লাগানোর চেষ্টা করব। অন্যদিকে, বাচ্চুবাবু কি তাহলে ঘাসফুল ছেড়ে গেরুয়া শিবিরের দিকে পা বাড়াচ্ছেন, এনিয়ে জানতে চাওয়া হলে বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার বলেন, বিজেপি একটি সর্বভারতীয় দল। যে কেউ এই দলে আসতেই পারেন। তবে কোনও শর্তসাপেক্ষে নয়। বাচ্চু হাঁসদা যদি যোগদানের ইচ্ছাপ্রকাশ করেন, তবে দলীয়ভাবেই সিদ্ধান্ত নেওয়া হবে।

8th     March,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ