বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

উদ্ধার ৩০ সদ্যোজাত, গাজার বৃহত্তম হাসপাতালকে ‘মৃত্যু উপত্যকা’ বলছে হু

নয়াদিল্লি: গাজার সর্ববৃহৎ হাসপাতাল থেকে উদ্ধার করা হল ৩০টি প্রি-ম্যাচিওর শিশুকে। অপরিণত অবস্থায় ভূমিষ্ঠ হওয়ায় ওই শিশুগুলির একাধিক সমস্যা রয়েছে।  প্যালেস্তাইন-ইজরায়েল সংঘাত শুরুর পর থেকে গাজার সর্ববৃহৎ হাসপাতাল আল-শিফায় আশ্রয় নিয়েছিলেন অনেকেই। কিন্তু রেহাই পায়নি এই চিকিৎসাকেন্দ্র।  সেখানেও আক্রমণ চালিয়েছে ইজরায়েলের সেনা। তার জেরে এই হাসপাতাল যেন ‘মৃত্যু উপত্যকা’ হয়ে উঠেছে।  আল শিফার পরিস্থিতি নিয়ে এমনই উদ্বেগের কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। পাশাপাশি হাসপাতাল থেকে সাধারণ নাগরিকদের সরিয়ে নেওয়ার অনুরোধও করা হয়েছে। রবিবার রাষ্ট্রসঙ্ঘের তরফে জানানো হয়েছে, ওই হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে ৩০টি প্রি-ম্যাচিওর শিশুকে। ওই সদ্যোজাতদের  মিশরের হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই আবহে যুদ্ধবিধ্বস্ত প্যালেস্তাইনে দ্বিতীয়বার ত্রাণ সাহায্য পাঠাল ভারত। রবিবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এই খবর জানিয়েছেন এক্স হ্যান্ডেলে। সব মিলিয়ে ৩২ টন ত্রাণ পাঠানো হয়েছে বলে খবর। বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘৩২ টন ত্রাণ নিয়ে ভারতীয় বায়ুসেনার সি১৭ বিমান মিশরের এল-এরিশ বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। মানবিকতার খাতিরে প্যালেস্তাইনের পাশে দাঁড়িয়েছে ভারত।’ রাফা ক্রসিংয়ের থেকে মাত্র ৪৫ কিলোমিটার দূরে রয়েছে এল-এরিশ বিমানবন্দর। বর্তমানে গাজায় মানবিক সহায়তা পাঠানোর একমাত্র উপায় এই রাফা ক্রসিং। যদিও যুযুধান অবস্থার মধ্যে এখনও পুরোপুরি খোলা হয়নি এই ক্রসিং। উল্লেখ্য, গত ২২ অক্টোবর প্রথমবার প্যালেস্তাইনে ত্রাণ পাঠিয়েছিল ভারত। গত ৭ অক্টোবর থেকে ইজরায়েল ও হামাসের দ্বন্দ্বের জেরে ইতিমধ্যে প্যালেস্টাইনে মৃতের সংখ্যা ১২ হাজার ৩০০। এর মধ্যে শিশুদের সংখ্যাই ৫ হাজার। 

20th     November,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ