বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

পাকিস্তানে বিস্ফোরণ, মৃত ৩৪, জখম ১৩০

ইসলামাবাদ, ২৯ সেপ্টেম্বর: বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের বালুচিস্তান। মুস্তাং এলাকায় মসজিদের কাছেই আত্মঘাতী বিস্ফোরণ হয় বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত কমপক্ষে ৩৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জখম আরও ১৩০ জন। কোয়েট্টায় গুরুতর আহতদের নিয়ে যাওয়া হয়েছে। সেখানে আপাতত ২০ জনের চিকিৎসা চলছে। জখমদের মধ্যে অধিকাংশেরই অবস্থা অত্যন্ত গুরতর। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের মধ্যে রয়েছেন এক ডিএসপি-সহ বালুচিস্তান পুলিসের কয়েক জন কর্মীও। প্রাথমিকভাবে এটি আত্মঘাতী হামলা বলেই মনে করা হচ্ছে। ওই এলাকার সহকারী কমিশনার জানিয়েছেন, আলফালাহ রোডে মদিনা মসজিদের সামনে উৎসব উপলক্ষ্যে জমায়েত হয়েছিল। সেখানেই আচমকা বিস্ফোরণের ঘটনাটি ঘটে। হতাহতদের তাড়াতাড়ি খোশ বকস রাইসানি মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিস্ফোরণের তীব্রতা অত্যন্ত বেশি ছিল। যার ফলে বেশ কয়েকটি গাড়ি এবং আশাপাশের কয়েকটি দোকানেরও ক্ষতি হয় বলে জানিয়েছে পুলিস। ওই এলাকায় তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি বিদ্রোহীরা অত্যন্ত সক্রিয়। সম্প্রতি পাক সেনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য স্বাধীনতাপন্থী বালুচদের সঙ্গেও সমঝোতা করেছে তারা। ফলে মনে করা হচ্ছিল এই ঘটনার নেপথ্যে তাদেরই হাত রয়েছে। তবে বিস্ফোরণের কিছুক্ষণ পরেই অবশ্য টিটিপি সমস্ত ঘটনার দায় অস্বীকার করে একটি বিবৃতি জারি করে। অন্যদিকে, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, কোন জঙ্গি সংগঠন এই বিস্ফোরণের নেপথ্যে রয়েছে তা জানা যায়নি। কেউই বিস্ফোরণের দায় এখনও পর্যন্ত স্বীকার করেনি। এই ধরনের বিস্ফোরণের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। মূলত এলাকায় অশান্তি সৃষ্টি করতেই এই বিস্ফোরণ বলেও মন্তব্য করেছেন তিনি। প্রসঙ্গত, চলতি মাসেই বিস্ফোরণে সেখানে প্রায় ১১ জনের মৃত্যু হয়েছিল। তারপর আজ ফের বিস্ফোরণের ঘটনায় অত্যন্ত চিন্তিত সেদেশর প্রশাসন।

29th     September,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ