বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

কানাডা নিয়ে ভারতের পাশে শ্রীলঙ্কা, রাষ্ট্রসঙ্ঘে নাম না করে ট্রুডো সরকারের বিরুদ্ধে সরব জয়শঙ্কর

নয়াদিল্লি: খলিস্তান টাইগার ফোর্সের প্রধান হরদীপ সিং নিজ্জরের মৃত্যু নিয়ে কানাডা-ভারত কূটনৈতিক সম্পর্ক খাদের কিনারায়। এই অবস্থায় ভারতের পাশে দাঁড়ালেন শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী আলি সাবরি। সোমবার তিনি জানিয়েছেন, জঙ্গিদের কাছে কানাডা নিরাপদ বিচরণক্ষেত্র হয়ে উঠেছে। কোনও প্রমাণ ছাড়াই ভারতের বিরুদ্ধে ট্রুডো এইরকম মারাত্মক অভিযোগ করেছেন বলে তাঁর দাবি। সাবরি বলেন, ট্রুডো এই ধরনের ভিত্তিহীন অভিযোগ করতে অভ্যস্ত। তাই ভারতের বিরুদ্ধে ট্রুডোর অভিযোগে তিনি মোটেই অবাক নন। সাবরি বলেন, ‘শ্রীলঙ্কার ক্ষেত্রেও এমন হয়েছিল। কলম্বোর গণহত্যা নিয়ে সরব হয়েছিলেন ট্রুডো। প্রত্যেকেই জানেন, শ্রীলঙ্কায় কোনও গণহত্যার ঘটনা ঘটেনি।’ 
এদিনই নাম না করে রাষ্ট্রসঙ্ঘে ট্রুডো সরকারের সমালোচনায় সরব হন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। দ্ব্যর্থহীন ভাষায় জয়শঙ্কর বলেন, রাজনৈতিক সুবিধার ভিত্তিতে কোনও দেশ সন্ত্রাসবাদ প্রশ্নে অবস্থান নিতে পারে না। প্রত্যেকে দেশেরই উচিত, অন্য দেশের ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করা। অন্যদেশের অভ্যন্তরীণ বিষয়ে কারও মন্তব্য করা উচিত নয়। 
এদিকে, কানাডাকে জঙ্গিদের গর্ভগৃহ হিসেবে ব্যবহার করত হরদীপ সিং নিজ্জর, মনিন্দর সিং বুয়াল এবং ভগৎ সিং ব্রারের মতো খলিস্তানপন্থীরা। গোয়েন্দা সূত্র উদ্ধৃত করে এই দাবি করেছে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, উচ্চাকাঙ্ক্ষী শিখ যুবকদের সহজে কানাডায় যাওয়ার ব্যবস্থা করে দিত খলিস্তানপন্থী এই জঙ্গিরা। পরে তাদের বাধ্য করা হত খলিস্তানি জঙ্গি হিসেবে কাজ করতে। ভারত-বিরোধী বিক্ষোভে তাদের শামিল করা হতো। 
তবে এতকিছুর পরেও ভারতের সঙ্গে সুসম্পর্ক নষ্ট করতে চায় না কানাডার সেনা। মঙ্গলবার কানাডার ডেপুটি আর্মি চিফ মেজর জেনারেল পিটার স্কট জানিয়েছেন, কূটনৈতিক সম্পর্কের শৈত্যের প্রভাব দুই দেশের সেনা সম্পর্কের উপর পড়বে না। তিনি আরও বলেন, কূটনৈতিক সম্পর্কের উপর যে বিরূপ প্রভাব পড়েছে, তা শীঘ্র মিটিয়ে ফেলা উচিত। 
অন্যদিকে, হরদীপ সিং নিজ্জরকে লক্ষ্য করে ৫০টি গুলি চালানো হয়েছিল বলে দাবি করল মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। ১৮ জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে গুরু নানক সিং গুরুদ্বারের সামনে আততায়ীদের হাতে খুন হন খলিস্তান টাইগার ফোর্সের প্রধান হরদীপ সিং নিজ্জর। সেই ঘটনার ভিডিও ফুটেজ খতিয়ে দেখে ওয়াশিংটন পোস্টের দাবি আততায়ীরা সংখ্যায় ছিল ৬ জন। তারা দু’টি গাড়ি করে এসেছিল। ঘটনাস্থলের আশেপাশে সেদিন বহু শিখধর্মাবলম্বী উপস্থিত ছিলেন। আততায়ীদের মধ্যে দু’জন হরদীপকে লক্ষ্য করে প্রায় ৫০ রাউন্ড গুলি চালায়। এর মধ্যে ৩৪টি গুলি হরদীপের গায়ে লাগে। 
ওটাওয়ায় ভারতীয় হাইকমিশনের বাইরে বিক্ষোভ। ছবি: পিটিআই

27th     September,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ