বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

ভারত গুরুত্বপূর্ণ সহযোগী, সুর নরম কানাডার প্রতিরক্ষামন্ত্রীর

নয়াদিল্লি: ভারত-কানাডা কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই এবার সুর নরম কানাডার প্রতিরক্ষামন্ত্রী বিল ব্লেয়ার। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর একেবারে উল্টোপথে হেঁটে ভারতের সঙ্গে কানাডার সম্পর্ককে ‘গুরুত্বপূর্ণ’ আখ্যা দিলেন বিল। তবে কানাডার মাটিতে খলিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডের তদন্ত যে চলবে, তাও জানিয়ে দেন তিনি। 
রবিবার সাংবাদিক সম্মেলন থেকে বিল ব্লেয়ার জানান, বর্তমানে মোদি সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রক্ষা কঠিন হয়ে দাঁড়িয়েছে। তা সত্ত্বেও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে রণকৌশলে কোনও বদল আসবে না। তবে খলিস্তানি নেতা নিজ্জর হত্যাকাণ্ডে ভারত-যোগ প্রমাণিত হলে তা যথেষ্ট চিন্তার কারণ হয়ে উঠতে পারে। কারণ সেক্ষেত্রে কানাডার সার্বভৌমত্ব লঙ্ঘনের বিষয়টি প্রকট হয়ে উঠতে পারে। তাঁর কথায়, আগে দেশের আইনকে রক্ষা এবং দেশবাসীকে সুরক্ষা দিতে হবে। উল্লেখ্য, কানাডায় খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডে ভারত-যোগের প্রসঙ্গ তুলে বিতর্ক সৃষ্টি করেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো। এই অভিযোগকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ এবং ‘ভিত্তিহীন’ আখ্যা দিয়ে সুর চড়ায় ভারতও। তারপর থেকেই দুই দেশের তিক্ততা বাড়তে শুরু করে। 
অন্যদিকে, নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘শিখস ফর জাস্টিস’-এর প্রধান গুরপতওয়ান্ত সিং পান্নুন সম্পর্কে নয়া তথ্য দিল এনআইএ। কানাডাবাসী খলিস্তানি জঙ্গির প্রথম নিশানা ভারত। জাতীয় তদন্তকারী সংস্থার গোপন তথ্য বলছে, বিভিন্ন অডিও বার্তার মাধ্যমে ভারতের ঐক্য ও অখণ্ডতাকে লাগাতার চ্যালেঞ্জ করে চলেছে সে। এমনকী, কাশ্মীর ইস্যুকে উস্কে দিয়ে আলাদা মুসলিম রাষ্ট্র গঠনের কথাও জানায় পান্নুন। তথ্য বলছে, জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অংশ নিয়ে মুসলিম রাষ্ট্র গঠনের ঘোষণা করে সে। তার উস্কানিতেই উপত্যকার বহু সাধারণ মানুষ বিচ্ছিন্নতাবাদী চিন্তাভাবনায় প্রলুব্ধ হয়েছে।
জানা গিয়েছে, ২০১৯ সাল থেকেই ভারতের গোয়েন্দা নজরে রয়েছে পান্নুন। সেবছরই ‘শিখস ফর জাস্টিস’-কে নিষিদ্ধ ঘোষণা করে নয়াদিল্লি। অভিযোগ, পাঞ্জাবসহ সারা দেশে ভীতি প্রদর্শন এবং সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনায় প্রধান ভূমিকা নেয় সে। এছাড়া অল্পবয়সী যুবকদের খলিস্তান রাষ্ট্রের জন্য লড়াইয়ে প্ররোচিত করতে শুরু করে পান্নুন। এর তিনবছর পর, ২০২২ সালে তাকে ‘জঙ্গি’ তকমা দেয় ভারত সরকার। 
এদিকে, কানাডার ঘটনায় রীতিমতো উদ্বেগে রয়েছে হিন্দু ভারতীয়রা। নিজ্জরের আইনজীবী ইতিমধ্যে হিন্দু ভারতীয়দের কানাডা ছাড়তে বলেছেন। স্থানীয় একজন বলেছেন, সংখ্যালঘু ট্রুডো সরকার জগমিত সিংয়ের এনডিপির সমর্থনের উপর নির্ভরশীল। আর জগমিতের দলের ৯৫ শতাংশই খলিস্তানিপন্থী শিখ। এক হিন্দু ভারতীয় বলেছেন, গণেশ পুজো হয়েছে। দুর্গা পুজোর প্রস্তুতি চলছে। প্ররোচনায় পা না দেওয়ার জন্য সবাইকে বার্তা দেওয়া হয়েছে।

26th     September,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ