বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

‘কাপ্তান’ ইমরানের জেল বদলের নির্দেশ আদালতের

ইসলামাবাদ: প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের জেল বদলের নির্দেশ দিল ইসলামাবাদ হাইকোর্ট। গ্রেপ্তার হওয়ার পর এতদিন পাঞ্জাব প্রদেশের অ্যাটক জেলে রাখা হয়েছিল তাঁকে। সোমবার সেখান থেকে ‘কাপ্তান’কে  রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই জেলে সুযোগ-সুবিধা অ্যাটক জেলের তুলনায় বেশি। ইমরানের  পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক অবস্থানের কথা বিবেচনা করে আগস্ট মাসেই জেল বদলের আবেদন জানিয়েছিলেন তাঁর আইনজীবীরা। এদিন শুনানি শেষে বিচারপতি আমির ফারুক সেই আবেদন মঞ্জুর করেছেন। তোষাখানা দুর্নীতি মামলায় দোষী সব্যস্ত হওয়ার পর চলতি বছর আগস্ট মাস থেকে অ্যাটক জেলে বন্দি তেহরিক-ই-ইনসাফ দলের প্রতিষ্ঠাতা। ইসলামাবাদ হাইকোর্ট ২৯ আগস্ট পর্যন্ত তাঁর সাজা স্থগিত রাখার নির্দেশ দিলেও সাইফার মামলা থেকে তিনি নিষ্কৃতি পাননি। এর আগেও ৭০ বছরের  নেতার জেল বদলের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নিরাপত্তার কারণেই তা মানা সম্ভব হয়নি বলে সরকারি আইনজীবী এদিন বিচারপতিকে জানিয়েছেন। 
এদিকে,  মামলা যেন পিছু ছাড়ছে না ইমরানের। এবার অ-ইসলামিক বিবাহ মামলায় তাঁকে এদিন সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত। ২০১৮ সালে তৃতীয়বার বিয়ে করেন ইমরান। কিন্তু সেই বিয়ে ইসলামিক শরিয়া আইন মেনে  হয়নি বলে পাকিস্তানের এক ধর্মগুরু দাবি করেছেন। যিনি তাঁদের বিয়ে দিয়েছিলেন সেই ধর্মগুরু মুফতি সঈদ পাল্টা দাবি করে বলেন, বুশরা বিবির ইদ্দত কাল অর্থাৎ তাঁর বিবাহ বিচ্ছেদের তিন মাসের মধ্যেই বিয়ে হয়েছিল। যদিও তার জল গড়ায় আদালতে। সেই মামলাতেই ইমরানকে হাজিরা দিতে বলা হল।

26th     September,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ