বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

জাস্টিন ট্রুডোকে কটাক্ষ প্রাক্তন পেন্টাগন কর্তার

ওয়াশিংটন: খলিস্তানি নেতা খুনের ইস্যু নিয়ে ভারত-কানাডা কূটনৈতিক দ্বন্দ্ব অব্যাহত। বৃহস্পতিবার এবিষয়ে পরোক্ষে ভারতকে কড়া বার্তা দিয়েছিল আমেরিকা। এদিন হোয়াইট হাউসে সাংবাদিক সম্মেলন করেন সেদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। সেখানেই তিনি বলেন, ‘এই ধরনের অভিযোগের ক্ষেত্রে কোনও দেশকেই ছাড় দেওয়া যায় না।’ তার ২৪ ঘণ্টার মধ্যেই পেন্টাগনের প্রাক্তন আধিকারিকের গলায় শোনা গেল ভিন্ন সুর। এবিষয়ে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকেই একহাত নিলেন মাইকেল রুবিন নামে ওই ব্যক্তি। জানালেন, কৌশলগত দিক থেকে ভারত কানাডার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই ভবিষ্যতে যদি এই দুই দেশের মধ্যে কাউকে বেছে নিতে হয়, আমেরিকা ভারতের দিকেই থাকবে। কানাডার এই পদক্ষেপকে ‘পিঁপড়ের সঙ্গে হাতির লড়াই’ আখ্যাও দেন পেন্টাগনের ওই প্রাক্তন কর্তা। 
গত জুন মাসে কানাডায় খুন হন খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জর। ঘটনায় ভারতের দিকেই আঙুল তুলেছে কানাডা। মাইকেলের মতে, এমনটা করে বড় ভুল করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেন, ‘আমার মনে হয় প্রধানমন্ত্রী ট্রুডো খুব বড় ভুল করেছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে পর্যাপ্ত তথ্যপ্রমাণ তিনি দিতে পারেননি। তাঁর সরকার একজন জঙ্গিকে আশ্রয় দিচ্ছিল কিনা সেটার ব্যাখ্যাও প্রধানমন্ত্রীর দেওয়া দরকার।’
ভারত-কানাডার মধ্যে কোনও এক দেশকে বেছে নেওয়ার বিষয়ে তাঁর বক্তব্য, ‘আমেরিকা কখনই চাইবে না এমন পরিস্থিতি তৈরি হোক। কিন্তু তেমনটা হলে দুই বন্ধুর মধ্যে ভারতকেই বেছে নেবে আমেরিকা। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ।’ চীন ইস্যুতে নয়াদিল্লির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে মরিয়া আমেরিকা। দুই দেশই কোয়াডভুক্ত জোটের অন্যতম সদস্য। মাইকেলের বক্তব্যে উঠে আসে সেই প্রসঙ্গও। তাঁর কথায়, ‘ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র। তাই কানাডা টক্কর দিতে চাইলে সেটা হবে পিঁপড়ের সঙ্গে হাতির লড়াইয়ের সমান।  চীন ও ভারত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন ইস্যু নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে। এক্ষেত্রে কৌশলগত দিকে থেকে ভারত অনেক বেশি গুরুত্বপূর্ণ।’
এরপরেই ট্রুডোকে কটাক্ষ করে মাইকেল বলেন, ‘জাস্টিন ট্রুডো তো আজীবন কানাডার প্রধানমন্ত্রী থাকবেন না। তিনি চলে যাওয়ার পরেও আমরা এই সম্পর্ক আবার ঠিক করে নিতে পারি।’ 

24th     September,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ