বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

ভারতীয় ভূখণ্ড দখল করে রেখেছেন, খালি করুন, পাকিস্তানকে কড়া বার্তা

নিউ ইয়র্ক, ২৩ সেপ্টেম্বর: কাশ্মীর ইস্যু নিয়ে মুখ খুলতেই পাকিস্তানকে কড়া ভাষায় জবাব দিল ভারত। নিউ ইয়র্কে বসেছে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভার অধিবেশন। সেখানে বক্তব্য রাখতে গিয়ে কাশ্মীর প্রসঙ্গে তুলেছিলেন পাকিস্তানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার। যার পাল্টা দিতে ছাড়েননি রাষ্ট্রসঙ্ঘে ভারতের ফার্স্ট সেক্রেটারি পেটাল গেহলট। তিনি দৃপ্ত কণ্ঠে বলেছেন, 'ভারতের বিরুদ্ধে অপপ্রচার চালাতে বারবার আন্তর্জাতিক মঞ্চকে কাজে লাগায় পাকিস্তান। কিন্তু ওদের দেশে যে অন্ধকার দিকটা রয়েছে সেটার দিক থেকে বিশ্বের নজর ঘোরাতে একই কথা বারবার তোলেন তারা। সে দেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। লাদাখ, জম্মু ও কাশ্মীর পুরোটাই ভারতের অংশ। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার অধিকার নেই পাকিস্তানের।' এরই সঙ্গে পেটাল বলেন, অবিলম্বে পাকিস্তান বেআইনি ভাবে ভারতের যে ভূখণ্ড দখল করে রেখেছে তা খালি করুক। সীমান্তে অনুপ্রবেশ ও সন্ত্রাসবাদ বন্ধ করতে পাকিস্তানকে আর্জি জানান তিনি। তবে এই প্রথম নয়, কাশ্মীর ইস্যু নিয়ে বিশ্বের কোথাও যখন পাকিস্তান মুখ খোলে তখন পাল্টা দিতে ছাড়ে না ভারত।

23rd     September,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ