বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

দিল্লির কড়া অবস্থান সত্ত্বেও মন্তব্যে অনড় জাস্টিন ট্রুডো

নিউ ইয়র্ক ও টরন্টো (পিটিআই): কানাডার নাগরিকদের জন্য ভিসা পরিষেবা সাময়িকভাবে বন্ধ করেছে ভারত। এমনকী পাকিস্তানের সঙ্গে এক আসনে বসিয়ে কানাডাকে জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল বলেও কটাক্ষ করেছে। তবে নয়াদিল্লির এই কঠোর অবস্থান সত্ত্বেও অবস্থানে অনড় জাস্টিন ট্রুডো। কানাডার প্রধানমন্ত্রীর বক্তব্য, ‘সোমবার দুপুরে যা বলেছিলাম, ফের একই কথা বলছি। কানাডার মাটিতে কানাডার একজন নাগরিকের (খলিস্তানি জঙ্গি নিজ্জর) খুনের পিছনে ভারত সরকারের এজেন্ট জড়িত, এর বিশ্বাসযোগ্য কারণ রয়েছে। ভারত সরকারের কাছে আমাদের আর্জি, বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করুন। স্বচ্ছতার সঙ্গে ওই খুনের দায় নির্ধারণ ও বিচারের কাজে আমাদের সঙ্গে সহযোগিতা করুন।’
রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভার অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেছেন ট্রুডো। তার ফাঁকেই হরদীপ সিং নিজ্জরের খুনের ঘটনায় ভারতের সঙ্গে কূটনৈতিক সংঘাত নিয়ে প্রশ্নের উত্তর দেন তিনি। অবস্থানে অনড় কানাডার প্রধানমন্ত্রীর বক্তব্য, ‘আমাদের দেশে আইনের শাসন রয়েছে। কানাডার নাগরিকদের নিরাপত্তা বজায় রাখার স্বার্থে যা করণীয়, করা হবে। আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের গুরুত্ব যে বাড়ছে, তা নিয়ে কোনও প্রশ্নই নেই। শুধু আঞ্চলিকভাবে নয়, গোটা বিশ্বেই আমরা ভারতের সঙ্গে একযোগে কাজ করতে চাই। কোনও রকম প্ররোচনা দেওয়া বা সমস্যা তৈরি করা আমাদের উদ্দেশ্য নয়। কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠা ও কানাডার নাগরিকদের নিরাপত্তারক্ষায় আমরা দৃঢ়প্রতীজ্ঞ। সেই কারণেই ভারত সরকারের কাছে আমাদের আর্জি, সহযোগিতা করুন। এবিষয়ে যাতে সত্যিটা সামনে আসে। দায় নির্ধারণ ও বিচারের কাজে ভারতের সহযোগিতা চাইছি আমরা।’
ভারতের সঙ্গে সংঘাতের এই আবহে কানাডা সরকারের তরফেও বিবৃতি জারি করা হয়েছে। কানাডার হিন্দুদের দেশ ছাড়ার হুমকি দিয়ে অনলাইনে ছড়ানো একটি ভিডিওর কড়া নিন্দা করা হয়েছে ওই বিবৃতিতে। বলা হয়েছে, এভাবে আতঙ্কের পরিবেশ সৃষ্টিতে উস্কানি ও বিদ্বেষ ছড়ানোর কোনও স্থান নেই কাডানায়। দুই দেশের তীব্র চাপানউতোরের মধ্যেই শুক্রবার কংগ্রেসের তরফে ফের কূটনৈতিক স্তরে আলোচনার মাধ্যমে সমাধানের আর্জি জানানো হয়েছে। সেই সঙ্গেই কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের দাবি, পড়াশোনা ও পেশার সূত্রে কানাডায় থাকা ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।  

23rd     September,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ