বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

ভিসায় নিষেধাজ্ঞা, কানাডাকে চরম বার্তা ভারতের

টরন্টো ও নয়াদিল্লি: জঙ্গিদের নিরাপদ আশ্রয় কানাডা! তাই এবার সেখানকার নাগরিকদের ভিসা ইস্যুর উপরই জারি নিষেধাজ্ঞা। বৃহস্পতিবার সাময়িকভাবে এই প্রক্রিয়া বন্ধ করে কানাডাকে চরম বার্তা দিল ভারত সরকার। নয়াদিল্লির তরফে কার্যত পাকিস্তানের সঙ্গেই তুলনা করা হয়েছে জাস্টিন ট্রুডোর দেশকে। পরিস্থিতি যে এদিকে গড়াতে পারে, গত ৭২ ঘণ্টা ধরে ইঙ্গিত মিলছিল। সপ্তাহের গোড়াতেই কানাডার মাটিতে খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের খুনের ঘটনায় ভারতের দিকে আঙুল তোলেন সেদেশের প্রধানমন্ত্রী ট্রুডো। পত্রপাঠ সেই অভিযোগ খারিজ করে দেয় নয়াদিল্লি। তারপর থেকেই দু’দেশের মধ্যে কূটনৈতিক সংঘাত চরমে পৌঁছেছে। কূটনীতিকদের বহিষ্কার, প্রবাসী ও পর্যটকদের জন্য সতর্কবার্তা জারি করেছে উভয় পক্ষ। এই অবস্থায় আরও কড়া পদক্ষেপ নিল ভারত। যদিও কূটনৈতিক টানাপোড়েন বন্ধের নাম নিচ্ছে না। এদিনও সেদেশে এক খলিস্তানি জঙ্গির মৃত্যুর খবরে চাঞ্চল্য ছড়িয়েছে। 
নয়াদিল্লির তরফে কানাডায় নাগরিকদের ভিসা আবেদনের প্রাথমিক স্ক্রুটিনির কাজ করে বিএলএস ইন্টারন্যাশনাল নামে একটি বেসরকারি সংস্থা। তাদের তরফে জানানো হয়েছে, পরবর্তী নোটিস জারি না হওয়া পর্যন্ত ‘প্রক্রিয়াগত কারণে’ ভারতীয় ভিসা পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরে ‘নিরাপত্তা পরিস্থিতি’র কারণে তা আপাতত স্থগিত রাখার কথা জানায় মোদি সরকারও। এপ্রসঙ্গে এদিন বিকেলে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি। তিনি বলেন, ‘জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল বলে কুখ্যাতি তৈরি হয়েছে কানাডার। ভাবমূর্তির দিকে নজর দেওয়া উচিত তাদের।’ ইতিমধ্যে ট্রুডোর দেশে ভারতীয়দের উপর হুমকির অভিযোগ ঘিরে সতর্কবার্তা জারি করেছে ভারতের বিদেশ মন্ত্রক। যদিও সেই আশঙ্কা উড়িয়ে দিয়েছেন ট্রুডো সরকারের অভিবাসনমন্ত্রী মার্ক মিলার। তাঁর দাবি, কানাডা বিশ্বের নিরাপদতম দেশগুলির অন্যতম। গত দু’-তিনদিনের ঘটনাবলির প্রেক্ষিতে প্রত্যেককেই শান্ত থাকার আর্জিও জানান তিনি। যদিও তাতে চিঁড়ে ভিজছে না। ট্রুডো যে অভিযোগ তুলেছেন, তাকে মোটেও লঘু করে দেখতে নারাজ দিল্লি। এপ্রসঙ্গে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি এদিন এক সাংবাদিক সম্মেলনে বলেন, নিজ্জরের খুন নিয়ে কানাডার তোলা অভিযোগ ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’। এই ইস্যুতে আজ পর্যন্ত ভারতকে কোনও সুনির্দিষ্ট তথ্য দেয়নি ট্রুডো সরকার। কানাডায় ভারতীয় হাই কমিশন ও কনস্যুলেটগুলির নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। গা ছাড়া মনোভাব দেখাচ্ছে সেদেশের সরকার। তাই নিরাপত্তার কারণে আপাতত বন্ধ করা হয়েছে ভিসা পরিষেবা। বিপাকে পড়ে এই ইস্যুতে মুখে কুলুপ এঁটেছেন জাস্টিন ট্রুডো। রাষ্ট্রসঙ্ঘের অধিবেশন উপলক্ষ্যে বর্তমানে তিনি মার্কিন মুলুকে। সেখানে ভারত-খলিস্তানি ইস্যুতে দু’দফায় সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়লেও উত্তর না দিয়েই চলে যান কানাডার প্রধানমন্ত্রী।  

22nd     September,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ