বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

হিন্দুদের উপর হামলা চালাচ্ছে খলিস্তানিরা, অভিযোগ তুললেন স্বয়ং ট্রুডোর দলের এমপি

টরন্টো: খলিস্তানপন্থীদের হামলা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে চোখ বন্ধ করে রেখেছে কানাডার জাস্টিন ট্রুডো সরকার। এই গা-ছাড়া মনোভাবের নেপথ্যে রয়েছে রাজনৈতিক উদ্দেশ্য। পরোক্ষে এমনই অভিযোগই তুলছে ভারত। এবার প্রায় একই সুরে কথা বলে ট্রুডোর বিড়ম্বনা বাড়ালেন তাঁরই দলের এক এমপি। লিবারেল পার্টি অব কানাডার এই এমপির নাম চন্দ্র আর্য। তাঁর অভিযোগ, হিন্দু-কানাডিয়ানদের উপর হামলা চালাচ্ছে কট্টরপন্থীরা। তাঁদের ভারতে ফিরে যাওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে কানাডার হিন্দু নাগরিকদের শান্ত থাকার অনুরোধ করেছেন আর্য। তবে একইসঙ্গে তাঁর দাবি, কানাডায় বসবাসকারী শিখ সম্প্রদায়ের সংখ্যাগরিষ্ঠ মানুষই খলিস্তানি আন্দোলনকে সমর্থন করেন না। কিন্তু শিখ কট্টরপন্থীদের প্রতি ট্রুডোর এই নরম মনোভাব কেন? ভারত কেন ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে তোপ দাগছে? কানাডার প্রধানমন্ত্রী বর্তমানে সংখ্যালঘু সরকার চালাচ্ছেন। ২০২১ সালের ভোটে তাঁর লিবারেল পার্টি সবচেয়ে বেশি (১৫৭টি) আসন পেলেও সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। সরকার গঠনের জন্য ট্রুডোর দরকার ছিল আরও অন্তত ১৩ জন এমপির সমর্থন। সেই সময় তাঁর পাশে এসে দাঁড়ান নিউ ডেমোক্র্যাটিক পার্টির (এনডিপি) নেতা জগমিত সিং ধালিওয়াল। এনডিপির ২৪ এমপির সমর্থনে ফের প্রধানমন্ত্রী হন ট্রুডো। তাঁর সরকার টিকে রয়েছে জগমিত সিংয়ের সমর্থনের জোরেই। ঘটনাচক্রে, জগমিত সিং খলিস্তানপন্থীদের সমর্থক বলেই পরিচিত। ওয়াকিবহাল মহলের মতে, সরকার বাঁচানোর রাজনৈতিক বাধ্যবাধকতা থেকেই ট্রুডো খলিস্তানি কট্টরপন্থীদের প্রতি নরম মনোভাব দেখিয়ে চলেছেন।
ট্রুডো নরম মনোভাব দেখালেও এই ইস্যুতে সরব হয়েছেন তাঁর দলের এমপি চন্দ্র আর্য।  ‘এক্স’ হ্যান্ডলে তিনি লিখেছেন, কিছুদিন আগে হিন্দু সম্প্রদায়ের উপর যে হামলা চলেছে, তার নেপথ্যে রয়েছেন কানাডায় খলিস্তান আন্দোলনের নেতা ও শিখস ফর জাস্টিসের সভাপতি গুরপতওয়ান্ত সিং পান্নুম। কানাডা ছেড়ে ভারতে ফিরে যাওয়ার হুমকি দেওয়া হচ্ছে। আমি অনেকের মুখেই শুনছি, বেছে বেছে এই হামলার ফলে কানাডার হিন্দু নাগরিকরা আতঙ্কিত। তাঁদের প্রতি আমার আর্জি, শান্ত থাকুন। তবে চোখ-কান খোল রাখতে হবে। হিন্দু বিদ্বেষী কোনও ঘটনা চোখে পড়লে স্থানীয় নিরাপত্তা সংস্থাগুলিকে তা জানান। খলিস্তান আন্দোলনের নেতা কানাডার হিন্দু সম্প্রদায়কে পাল্টা হিংসার রাস্তায় নামার জন্য প্ররোচিত করছে। হিন্দু ও শিখ সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। যদিও কানাডার শিখ সম্প্রদায়ের সিংহভাগ মানুষই খলিস্তান আন্দোলনকে সমর্থন করেন না। 

22nd     September,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ