বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

সাধারণতন্ত্র দিবসে প্রধান অতিথি জো বাইডেন, জানালেন মার্কিন রাষ্ট্রদূত

নয়াদিল্লি: ২০২৪-এর সাধারণতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে দেখা যাবে জো বাইডেনকে। বুধবার মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি বলেন, ভারতের সাধারণতন্ত্র দিবসে উপস্থিত থাকার জন্য মার্কিন প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চলতি মাসেই অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে দ্বিপাক্ষিক আলোচনার ফাঁকে বাইডেনকে ওই আমন্ত্রণ জানানো হয় বলে উল্লেখ করেন গারসেটি।
বিশেষজ্ঞ মহলের অভিমত, বিশ্বের কোন দেশের সঙ্গে ভারতের কৌশলগত, কূটনৈতিক ও অর্থনৈতিক লেনদেন সবথেকে তাৎপর্যপূর্ণ, তার উপরই  নির্ভর করে সাধারণতন্ত্র দিবসে কে প্রধান অতিথি হিসেবে আসছেন। এর আগে ২০২৩ সালে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসিকে সাধারণতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল। আর চলতি বছরে আসতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কাজেই ভারতের সঙ্গে আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্কে যে এবার মাত্রা যোগ হল এমনটাই মনে করছে অভিজ্ঞ মহল।  
বুধবার নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত গারসেটি। তাঁকে প্রশ্ন করা হয়, কোয়াডভুক্ত সদস্যরা সধারণতন্ত্র দিবসের ওই মঞ্চে থাকবেন কি না। গারসেটি স্পষ্ট জানিয়ে দেন, সেব্যাপারে মোদি কিছু জানাননি। অন্যদিকে কানাডায় সম্প্রতি ভারতবিরোধী যে কার্যকলাপ চলছে, তার বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। আগামী দিনে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃ‌ঢ় করার লক্ষ্যেই আমেরিকা এগবে বলে রাষ্ট্রদূত জানিয়েছেন।
এর আগে ২০১৫ সালে সাধারণতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে ভারতে এসেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এছাড়া ২০০৭ সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ২০০৮ সালে তৎকালীন ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিও প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছিলেন। 

21st     September,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ