বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

প্রবাসী ভারতীয়দের সতর্ক করে ট্রুডোর উপর চাপ বাড়াল দিল্লি

নয়াদিল্লি: কূটনীতিককে বহিষ্কারের পর প্রবাসীদের সতর্কবার্তা! জবাব দেওয়া হচ্ছে একই ভাষায়। খলিস্তানি নেতা খুনে ভারতের দিকে আঙুল তোলার পর থেকে কানাডার উপর চাপ বাড়িয়েই চলেছে নয়াদিল্লি। মঙ্গলবার রাতেই জম্মু ও কাশ্মীর নিয়ে সেদেশের পর্যটকদের জন্য সতর্কবার্তা জারি করেছিল জাস্টিন ট্রুডো সরকার। তার ২৪ ঘণ্টার মধ্যে কানাডায় বসবাসকারী ভারতীয় নাগরিক, পড়ুয়া এবং পর্যটকদের উদ্দেশে সতর্কবার্তা জারি করল ভারতের বিদেশ মন্ত্রক। মুখপাত্র অরিন্দম বাগচির এক্স (টুইটার) হ্যান্ডলে বুধবার প্রকাশিত ওই বিবৃতিতে স্পষ্ট ভাষায় লেখা হয়েছে, ‘কানাডার মাটিতে ভারত বিরোধী তৎপরতা এবং রাজনৈতিক প্রশ্রয়ে বিদ্বেষমূলক অপরাধ, হিংসা বাড়ছে। এই পরিস্থিতিতে সেখানে বসবাসকারী সকল ভারতীয় নাগরিক, পড়ুয়া এবং পর্যটকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে। সাম্প্রতিকালে ভারত বিরোধী কার্যকলাপের সমালোচনা করায় ভারতীয় কূটনীতিক এবং প্রবাসীদের একটা অংশকে  হুমকির মুখে পড়তে হয়েছে। এধরনের ঘটনা যেখানে যেখানে ঘটেছে, সেই সমস্ত এলাকা এড়িয়ে যাওয়া বাঞ্ছনীয়।’
গত জুন মাসে কানাডায় খুন হয়েছেন খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জর। তা নিয়ে সম্প্রতি কূটনৈতিক রীতি ভেঙে ভারতের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেন সেদেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শুধু তাই নয়, কানাডায় কর্মরত ভারতীয় এক শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করেছে তাঁর সরকার। এনিয়ে শুরু হয়েছে টানাপোড়েন। ভারতের পক্ষ থেকে অবশ্য গোটা বিষয়টিকে অযৌক্তিক বলে উড়িয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে দেশে ফেরত পাঠানো হচ্ছে কানাডার এক কূটনীতিককেও। ট্রুডো অভিযোগের আঙুল তোলায় উত্তেজনা ছড়িয়েছে সেদেশে বসবাসকারী শিখ সম্প্রদায়ের একাংশের মধ্যেও। চলতি মাসেই স্বাধীন ও সার্বভৌম খলিস্তান রাষ্ট্রের দাবিতে কানাডার কট্টরপন্থী শিখ গোষ্ঠী ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) অন্টারিও-সহ কয়েকটি এলাকায় জমায়েত এবং গণভোটের ডাক দিয়েছে। ভারতে নিষিদ্ধ এবং খলিস্তানপন্থী সংগঠন সাম্প্রতিক কালে কানাডার কয়েকটি ভারতীয় দূতাবাসে বিক্ষোভও দেখিয়েছে। এই আবহে ‘উত্তেজনাপূর্ণ’ এলাকাগুলি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে ভারতীয় নাগরিকদের। ভারতীয় পড়ুয়াদের অবিলম্বে অটোয়ার হাই কমিশন, টরন্টো এবং ভ্যাঙ্কুভারের কনস্যুলেট জেনারেলের দপ্তরে নাম নথিভুক্ত করার নির্দেশ দিয়েছে বিদেশ মন্ত্রক।
এই ইস্যুতে আমেরিকার হস্তক্ষেপও দাবি করেছে কানাডা। সূত্রের খবর, মার্কিন যুক্তরাষ্ট্র যাতে খলিস্তানি নেতা খুনে ভারতের সমালোচনা করে, এমনটাই চেয়েছিল ট্রুডো প্রশাসন। কিন্তু হোয়াইট হাউস এই ‘আব্দার’ মেনে নেয়নি। বিখ্যাত মার্কিন সংবাদপত্র ‘দ্য ওয়াশিংটন পোস্ট’-এর দাবি, জি-২০ সম্মেলনের আগেই ‘ফাইভ আইজ’ দেশগুলির (আমেরিকা, ব্রিটেন, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং কানাডা) বৈঠকে এই ইস্যু উত্থাপন করেছিলেন কানাডার অফিসাররা। কিন্তু তাতে কোনও ফল হয়নি। তবে মঙ্গলবার (মার্কিন সময়)  সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে আমেরিকার জাতীয় নিরাপত্তা পরিষদের স্ট্র্যাটেজিক কমিউনিকেশন কো-অর্ডিনেটর জন কিরবি বলেছেন, প্রেসিডেন্টের কাছে এটা গুরুতর অভিযোগ। কানাডার তদন্তকে আমরা সমর্থন করছি। ভারতকে সেব্যাপারে সহযোগিতা করার আর্জি জানাচ্ছি।’
যদিও খলিস্তানি নেতার খুনের ইস্যুতে নিজের দেশেই কোণঠাসা ট্রুডো। বুধবার তাঁকে একহাত নিয়েছেন কানাডর বিরোধী দল কনজারভেটিভ পর্টির নেতা পিয়ের পোয়িলিভরে। তিনি বলেন, প্রধানমন্ত্রী কোনও তথ্য দেননি। সেগুলি সবার সামনে আনতে হবে। কানাডার নাগরিকরা সম্ভাব্য সমস্ত প্রমাণের কথা জানতে চায়।

21st     September,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ