বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

‘কুঁড়ের বাদশা’ বাছতে অভিনব প্রতিযোগিতা

পোডগোরিকা: আপনি কি অলস? বেজায় কুঁড়ে? খালি পড়ে পড়ে ঘুমোন? আর এজন্য কি উঠতে বসতে খোঁটা শুনতে হয়? জানবেন, সবাই কিন্তু চাইলেই কুঁড়ে হতে পারেন না! আপনার স্বভাবের অলসতাই সৌভাগ্যের দরজা খুলে দিতে পারে। তবে সেজন্য যেতে হবে মন্টিনিগ্রোয়। কারণ, ফি বছর সেখানে অলসদের নিয়ে উদ্ভট এক প্রতিযোগিতার আয়োজন করা হয়। জনপ্রিয় ওই প্রতিযোগিতায় যাঁরা অংশ নেন, আলসেমিতে একে অপরকে টেক্কা দিতে তাঁরা প্রত্যেকেই ওস্তাদ। বিগত বছরগুলির মতো এবারও মন্টিনিগ্রোর ব্রেজনা গ্রামে শুরু হয়েছে ‘কুঁড়ের বাদশা’ প্রতিযোগিতা। 
গত বছর যিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন, তাঁর আলসেমির রেকর্ড ছিল ১১৭ ঘণ্টা। এবারের লক্ষ্য ছিল, গতবারের রেকর্ড ভাঙা। তা অবশ্য হয়েছে। যাঁরা নিজেকে সেরা কুঁড়ের বাদশা প্রমাণ করার দৌড়ে নাম লিখিয়েছেন, তাঁদের কেউ কেউ দিব্যি কাটিয়ে দিয়েছেন ২০দিন। যদিও এই সময়ের মধ্যে দৌড় থেকে ছিটকে গিয়েছেন বেশ কয়েকজন। প্রতিযোগিতা শুরুর সময় ছিলেন ২১ জন প্রতিযোগী। লড়াই এখন সীমাবদ্ধ সাত কুঁড়ের মধ্যে। সেরার শিরোপা ছিনিয়ে নিতে আশাবাদী তাঁদের প্রত্যেকেই। প্রতিযোগিতার আয়োজকরা জানিয়েছেন, কুঁড়ের বাদশার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। পাবেন নগদ  ১ হাজার ৭০ ডলার। শুনতে সহজ মনে হলেও টক্কর কিন্তু মোটেই এত সোজা নয়। কারণ, রয়েছে কড়া নিয়ম। একটু এদিক ওদিক হলেই বাতিল। নিয়ম হল, ঠায় চুপচাপ শুয়ে থাকতে হবে। তবে প্রতি আট ঘণ্টা অন্তর থাকবে বিরতি।  মাত্র দশ মিনিট। এই সময় কাজে লাগাতে অবশ্য কিছুটা তৎপরতা দেখাতে হবে প্রতিযোগীদের। কারণ প্রয়োজনীয় কাজকর্ম এই বিরতিতেই সেরে নিতে হবে। এর বাইরে একবারের জন্যও যদি কোনও প্রতিযোগী উঠে দাঁড়ান কিংবা উঠে বসেন, তাহলেই নেমে আসবে বাতিলের খাঁড়া। 
২০২১ সালে এই প্রতিযোগিতায় বিজয়ী হলেছিলেন দুবরাভকা আকসিক। এবারও অংশ নিয়েছেন তিনি। খানিকটা বাড়ির লোকজনের তাড়নাতেই তাঁকে ফের আসতে হলেছে বলে আকসিক জানিয়েছেন।  হাই ভেঙে তিনি বলেছেন, ‘এবারও কুড়ের শিরোমণি হতে পারবো বলে বাড়ির লোকজন কেন আশা করছে, তা বলতে পারব না।  তবে ২০ দিন তো কাটিয়ে দিয়েছি। এখন আমি কিংবা অন্য প্রতিযোগীরা কেউই জানি না যে, আর কতদিন এভাবে টেনে যাওয়া সম্ভব।’ আকসিক অবশ্য জানিয়েছেন, প্রতিযোগিতার আয়োজকরা তাঁদের সমস্ত দিক খেয়াল রাখছেন। ২৩ বছরের ফিলিপ কেনজিভিক প্রথমবার অংশ নিয়েছেন এই প্রতিযোগিতায়। জয়ের ব্যাপারে তিনি দারুণ আশাবাদী। বললেন, ‘প্রতিযোগিতা খুবই উপভোগ করছি। দিব্যি সময়ও কেটে যাচ্ছে।’

18th     September,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ