বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

খলিস্তানি ইস্যুতে টানাপোড়েন? থমকে ভারত ও কানাডার বাণিজ্য আলোচনা

নয়াদিল্লি: খলিস্তানি ইস্যুতে টানাপোড়েনের জের? থমকে গেল ভারত-কানাডা দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য আলোচনা। আগামী অক্টোবরেই ভারতে কানাডার বাণিজ্য মিশনের আসার কথা ছিল। কিন্তু আচমকাই সেই সফর স্থগিত রাখার কথা জানালো ওটাওয়া। চলতি বছরের গোড়াতে দুই দেশই প্রাথমিক বাণিজ্য চুক্তির উপর গুরুত্ব আরোপ করেছিল। এমনকী চলতি বছরের মধ্যেই এই সমঝোতা চূড়ান্ত করার কথাও জানানো হয়েছিল।  কানাডার বাণিজ্য মিশনের জন্য ভারতকে ‘আদর্শ গন্তব্য’ বলেও জানিয়েছিল ওটাওয়া। কিন্তু হঠাৎই ছন্দপতন। তবে কেন বাণিজ্য মিশনের সফর স্থগিতের সিদ্ধান্ত, তা নিয়ে কোনও কারণ জানায়নি কানাডা। 
যদিও খলিস্তান ইস্যুতে দুই দেশের চাপানউতোর প্রকাশ্যে এসেছে। সারা বিশ্বে ভারতের পর সবচেয়ে বেশি শিখ সম্প্রদায়ের মানুষের বসবাস কানাডাতে। সেখানে খলিস্তানি কার্যকলাপের বাড়বাড়ন্ত নিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠকে উদ্বেগ প্রকাশ করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্যদিকে, মোদির সঙ্গে আলোচনার বিষয়বস্তু নিয়ে এক প্রশ্নের উত্তরে ট্রুডো বলেন, কানাডা বরাবরই মতামত প্রকাশ, শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারের পক্ষে সওয়াল করে। সেইসঙ্গে হিংসাত্মক কার্যকলাপ ও বিদ্বেষের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হয়। উল্লেখ্য, এর আগেও একাধিকবার খলিস্তানিদের কার্যকলাপ নিয়ে কানাডাকে বার্তা দিয়েছিল ভারত।  
এই মতবিরোধই দ্বিপাক্ষিক আলোচনায় প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে। -ফাইল চিত্র

17th     September,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ