বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

পাকিস্তানে ফের দাম বাড়ল পেট্রলের, মাথায় হাত আমজনতার

ইসলামাবাদ, ১৬ সেপ্টেম্বর: রাজনৈতিক অস্থিরতা ও মুদ্রাস্ফীতি পাকিস্তানে চরম পর্যায়ে। তারই সঙ্গে পাল্লা দিয়ে চলছে অর্থনৈতিক সঙ্কট। যার ফলে দুবেলা খাবার জোটাতে হিমশিম খাচ্ছে নাগরিকরা। এরই মাঝে নাগরিকদের উপর ক্রমাগত বোঝা চাপিয়েই চলেছে বর্তমান অন্তর্বর্তী সরকার। গতকাল, শুক্রবার ফের একদফায় জ্বালানির দাম বৃদ্ধি করেছে পাকিস্তান সরকার। এবারে একলাফে পেট্রলে ২৬.০২ রুপি (পাকিস্তানি মুদ্রা) প্রতি লিটার ও হাইস্পিড ডিজেলে ১৭.৩৪ রুপি প্রতি লিটার দাম বৃদ্ধি করেছে। এই বিষয়ে অন্তর্বর্তী সরকারের অর্থমন্ত্রী জানিয়েছেন, বিশ্ব বাজারে পেট্রলের দাম বৃদ্ধি পাচ্ছে। তাই এই সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছে। গতকালের নতুন দাম ঘোষণার পর পেট্রল এখন বিক্রি হচ্ছে ৩৩৩.৩৮ টাকা প্রতি লিটারে ও হাইস্পিড ডিজেলের দাম ৩২৯.১৮ টাকা প্রতি লিটার। চলতি মাসেই প্রথমবার ৩০০ টাকার গণ্ডিতে চলে আসে পেট্রলের দাম। যার ফলে নাজেহাল অবস্থা ভারতের এই পড়শি দেশে। জ্বালানির পাশাপাশি অস্বাভাবিক হারে বাড়ছে বিদ্যুতের বিলও। আইএমএফের তরফে পাকিস্তানকে আর্থিক সাহায্য করা হলেও পরিস্থিতি খুব একটা সুবিধাজনক হয়নি। এর মাঝেই কেয়ার টেকার সরকার থাকায় পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে।

16th     September,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ