বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

ব্রিটেনে ১০৩ টাকায় ফ্ল্যাট!

লন্ডন:  ৬ লক্ষ ৪০ হাজার পাউন্ড মূল্যের একগুচ্ছ ফ্ল্যাট বিক্রি হচ্ছে মাত্র ১ পাউন্ডে! মানে সাড়ে ৬ কোটির বেশি মূল্যের ফ্ল্যাট পাওয়া যাবে মাত্র ১০৩ টাকায়। শুনে অবাক হচ্ছেন? সম্প্রতি এমনই সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেনের কর্নওয়াল কাউন্সিল। আবাসনের অভাব সংক্রান্ত সমস্যা মেটাতেই এই সিদ্ধান্ত। গত ১৩ সেপ্টেম্বর লুইয়ের ১১ কোস্টগার্ডের ফ্ল্যাটগুলির মালিকানা একটি কমিউনিটি ল্যান্ড ট্রাস্টকে হস্তান্তরের সিদ্ধান্তে সিলমোহর দেয় কাউন্সিলের মন্ত্রিসভা। তাও খুবই কম মূল্যে। ফ্ল্যাটগুলির রক্ষণাবেক্ষণের অত্যধিক খরচ থেকে রেহাই পেতেই এই প্রস্তাব দেয় কাউন্সিল। ইতিমধ্যেই ফ্ল্যাটগুলির সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে থ্রি সিস কমিউনিটি ল্যান্ড ট্রাস্ট নামে ওই সংস্থা। খরচ পড়বে ১০ লক্ষ পাউন্ড। এবিষয়ে কর্নওয়াল কাউন্সিলের ডেপুটি লিডার ডেভিড হ্যারিস বলেন, ‘এর জেরে লুইয়ে সাধ্যের মধ্যে আবাসন নিতে পারবেন বাসিন্দারা। আবাসনের সংস্কারের দায়িত্ব নিয়েছে একটি নির্দিষ্ট গোষ্ঠী। এর ফলে সঠিক মূল্যে ফ্ল্যাট মিলবে।’ বর্তমানে পর্যাপ্ত আবাসনের অভাব ব্রিটেনের একাধিক অঞ্চলের অন্যতম মাথাব্যথার কারণ। বিশেষ করে লন্ডন ও দক্ষিণপূর্বের অঞ্চলগুলি। সম্পত্তির দামের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে বাড়ি ভাড়া। ফলে বাড়ি কিনতে বা ভাড়া নিতে গিয়ে প্রবল সমস্যার মুখে পড়তে হচ্ছে মানুষকে। 
ওয়াকিবহাল মহলের মতে, এই পরিস্থিতিতে কর্নওয়ালের কাউন্সিলের সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

16th     September,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ