বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

ভিয়েতনামে বহুতলে অগ্নিকাণ্ড, মৃত ৫৪

হ্যানয়: দাউদাউ করে জ্বলছে বহুতল। ভিতর থেকে শোনা যাচ্ছে মানুষের আর্তনাদ। সাহায্যের করুণ আর্তি। এমনই ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল ভিয়েতনামের রাজধানী শহর হ্যানয়। মঙ্গলবার রাতে আগুনের লেলিহান শিখা গ্রাস করে ওই বহুতলকে। ১৫০ মানুষের এই আবাসন জ্বলে-পুড়ে ছাই হয়ে যায়। দমকল ৭০ জনকে উদ্ধার করলেও অন্তত ৫৪ জনের মৃত্যু হয়েছে। থান জুয়ান প্রদেশের ওই আবাসনে প্রায় ৪৫ পরিবারের বাস। মঙ্গলবার রাত সাড়ে ১১টা নাগাদ ন’তলার ওই বহুতলে আগুন লাগে। জানা যাচ্ছে, আবাসনের ওই টাওয়ারে কোনও ফায়ার এক্সিট ছিল না। শুধু তাই নয়। ঢোকার ও বেরনোর জন্য মাত্র একটিই গেট। রাস্তাও এতটাই সরু যে   আবাসন থেকে ৩০০ কি ৪০০ মিটার দূরে দমকলের গাড়ি পার্ক করতে হয়। কাজেই উদ্ধারকাজে ভালোমতোই বেগ পেতে হয়। ঘিঞ্জি এলাকার জন্যই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে মনে করা হচ্ছে। 
প্রত্যক্ষদর্শী হুয়ং জানান, ‘আমি ঘুমোতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। তখনই হঠাৎ আমি ধোঁয়ার গন্ধ পাই। বাইরে বেরিয়ে দেখি চারদিক কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে। চোখের সামনে দাউদাউ করে জ্বলছে এক বহুতল। দেখলাম অনেক উপরের এক তলা থেকে শিশুকে ছুড়ে বাইরে ফেলে দেওয়া হল। নীচে তাঁকে ধরার জন্য অনেকে কম্বল বিছিয়েছিলেন। তবে আদৌ তার প্রাণ বাঁচানো গিয়েছে কি না, তা জানি না।’ ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন বাচমাই হাসপাতালে গিয়ে জখমদের সঙ্গে দেখা করেন। চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন। এর আগে গত বছরের সেপ্টেম্বরে কারাওকে বারে আগুন লেগে ৩২ জনের মৃত্যু হয়েছিল। তারপর বিভিন্ন মনোরঞ্জন এলাকায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিলেন সে দেশের প্রধানমন্ত্রী। তবে এবার বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড। স্বাভাবিকভাবেই ঘিঞ্জি এলাকার ওই বহুতলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। 

14th     September,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ