বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

এমপি পদ থেকে ইস্তফা বরিসের 
ডেম উপাধি ভারতীয় বংশোদ্ভূত প্রীতিকে

 

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: ব্রিটেনে আবার রাজনৈতিক টানাপোড়েন শুরু হল। শুক্রবার এমপি পদ থেকে ইস্তফা দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন। তাঁর এই সিদ্ধান্তের জেরে উপ নির্বাচন জরুরি হয়ে পড়েছে। পার্টিগেট কাণ্ডে তিনি পার্লামেন্টকে বিপথে চালিত করেছেন বলে সম্প্রতি রিপোর্ট দেয় হাউজ অব কমনসের প্রিভিলেজ কমিটি। তাঁর বিরুদ্ধে কমিটি ১০ দিনের জন্য নিষেধাজ্ঞা জারির প্রস্তাব করে। এরপরই তিনি এমপি পদে ইস্তফা দিলেন। এ প্রসঙ্গে জনসন বলেন, ‘পার্লামেন্ট ত্যাগ করার সিদ্ধান্ত খুবই দুঃখজনক। হ্যারিয়েট হারম্যানের নেতৃত্বে পরিচালিত একটি কমিটি  পক্ষপাতিত্ব করে অগণতান্ত্রিকভাবে আমাকে বহিষ্কার করতে পারে- এতে আমি আতঙ্কিত।’ অন্যদিকে, ব্রিটেনের প্রাক্তন ভারতীয় বংশোদ্ভূত স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেলকে ডেম উপাধি দেওয়া হল। প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী জ্যাকব রিস মগকে নাইটহুড দেওয়া হয়। পদত্যাগের আগে প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন খেতাবের একটি তালিকা তৈরি করেছিলেন। দীর্ঘ বিতর্কের পর সেই সিদ্ধান্তকে ছাড়পত্র দিয়েছে সরকার। বরিস জনসনের দীর্ঘদিনের সহকর্মী কুলবীর রেঞ্জারকে লর্ড উপাধি দেওয়া হয়েছে। এদিকে এই খেতাব দেওয়াকে কেন্দ্র করে তীব্র বিতর্ক দেখা দিয়েছে ব্রিটেনে। ডাচি অব ল্যানচেস্টারের শ্যাডো চ্যান্সেলার তথা লেবার পার্টির ডেপুটি লিডার এমপি অ্যাঞ্জেলা রেনার বলেন, ‘মানুষের জীবনযাত্রা সঙ্কট নিরসন না করে টোরিরা এখন পুরস্কার-খেতাব দিতে মেতে উঠেছে। প্রাক্তন প্রধানমন্ত্রীকে কুকীর্তি চেপে রাখতে এঁরা মুখ্য ভূমিকা পালন করেছিল।’ বিষয়টি থেকে দূরত্ব বাড়িয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, ‘নিয়ম মাফিক প্রাক্তন প্রধানমন্ত্রীর তৈরি করা তালিকা হাউস অব লর্ডসের অ্যাপয়নমেন্টস কমিশনের কাছে পাঠানো হয়েছে।’

10th     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ