বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

২২ জুন মার্কিন কংগ্রেসের অধিবেশনে ভাষণ মোদির

ওয়াশিংটন: চলতি মাসেই আমেরিকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদি। ৭ বছর পর ফের মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন তিনি। আগামী ২২ জুন মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার কথা ভারতের প্রধানমন্ত্রীর। দেশের ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিশ্বব্যাপী চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে  ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র কীভাবে তা মোকাবিলা করবে, সে সম্পর্কে বার্তা দেবেন তিনি। এক বিবৃতি জারি করে মার্কিন কংগ্রেসের তরফে জানানো হয়েছে, রাষ্ট্রপতি জো বাইডেন তাঁকে এই সরকারি সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকা এবং ভারতের সখ্যকে আরও মজবুত করতে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই নিয়ে দ্বিতীয়বার মার্কিন কংগ্রেসে ভাষণ দেবেন ভারতের প্রধানমন্ত্রী। ২০১৬ সালে প্রথমবার মার্কিন কংগ্রেসের এই অধিবেশন থেকে গোটা বিশ্বকে বার্তা দেন নরেন্দ্র মোদি। 

3rd     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ