বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

গ্র্যান্ড ক্যানালের জলের
রং বদলে হল গাঢ় সবুজ

ভেনিস: স্বচ্ছ ফটিকের মতো জল বদলে গেল গাঢ় সবুজে। ভেনিসের বিখ্যাত গ্র্যান্ড ক্যানালের রং বদলে গিয়েছে এভাবেই। রবিবার যা দেখে হতচকিত পর্যটকরা। এদিন সকালে স্থানীয় বাসিন্দারাই প্রথম এই অদ্ভুত বিষয়টি খেয়াল করেন। বিশেষত রিয়াল্টো ব্রিজের চারপাশের জল সবচেয়ে বেশি গাঢ় সুবজ রং ধারণ করে। তারপর থেকেই মনখারাপ পর্যটকদের। হইচই পড়ে গিয়েছে গোটা বিশ্বজুড়ে। ভেনেটো অঞ্চলের প্রেসিডেন্ট লুকা জাইয়া টুইট করেছেন গ্র্যান্ড ক্যানালে ছবি। লিখেছেন, ‘জলে কী মিশেছে তা খতিয়ে দেখতে পুলিসের সঙ্গে জরুরি বৈঠক আয়োজন করা হয়েছে। কোথা থেকে এই রং আসছে তা জানার চেষ্টা চলছে।’ 
সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রশাসনিক প্রতিনিধিরা ইতিমধ্যে জলের নমুনা সংগ্রহ করেছেন। তার উপর নির্ভর করেই জরুরি ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। 
অনেকে মনে করছেন, পরিবেশের উপর নির্বিচারে অত্যাচার রুখতে এভাবে প্রতিবাদ করছেন পরিবেশপ্রেমীরা। প্রতিবাদের হাতিয়ার হিসেবে তাঁরাই জলে সবুজ রং মিশিয়েছেন বলে মনে করা হচ্ছে। 

30th     May,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ