বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

পুতিনের সঙ্গে বৈঠকের পরই হাসপাতালে
ভর্তি বেলারুশের প্রেসিডেন্ট

মস্কো, ২৯ মে: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের পর আচমকাই অসুস্থ বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। সূত্রের খবর, তাঁকে মস্কোতেই একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসাধীন তিনি। যদিও ক্রেমলিনের তরফে এই বিষয়ে কিছুই জানানো হয়নি। টেলিগ্রাম মারফত খবরটি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন বেলারুশের বিরোধী দলনেতা ভ্যালেরি সেপকালো। তিনি জানিয়েছেন, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী পুতিনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করছিলেন বেলারুশের প্রেসিডেন্ট। আচমকাই জরুরি অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলছে তাঁর।’ যদিও বেলারুশের প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ বলেই পরিচিত। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার সময় থেকেই রাশিয়ার সমস্ত সিদ্ধান্তে পাশে ছিলেন আলেকজান্ডার লুকাশেঙ্কো। তাই তাঁর বিরুদ্ধে পুতিনের ষড়যন্ত্রের কথা মানতে চাইছেন না রাজনৈতিক বোদ্ধারা। যদিও বেলারুশের বিরোধী দলনেতা দাবি করেছেন, আলেকজান্ডারকে বিষ দিয়ে খুনের চেষ্টা করা হয়েছে। এখন মস্কোই তাঁকে বাঁচানোর চেষ্টা করছে যাতে গোটা বিশ্ব আঙুল না তোলে রাশিয়ার দিকে। এর আগে জানা গিয়েছিল, আলেকজান্ডার লুকাশেঙ্কোর শারীরিক অবস্থা ভালো নেই। মস্কোতে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পরই রাশিয়া ছেড়ে চলে যান তিনি। এড়িয়ে যান পুতিনের সঙ্গে মধ্যাহ্নভোজের অনুষ্ঠানও। যদিও তখন নিজের শরীর ঠিকই আছে বলেই জানিয়েছিলেন বেলারুশের প্রেসিডেন্ট।

29th     May,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ