বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে
জয়ী রিসেপ তাইয়েপ এরদোগান

আনকারা, ২৯ মে: যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে ফের তুরস্কের প্রেসিডেন্টের কুর্সিতে রিসেপ তাইয়েপ এরদোগান। আজ সোমবার, তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রকাশ পায়। তাতে দেখা গিয়েছে, প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারোগলুর থেকে মাত্র ৪ শতাংশ বেশি ভোট পেয়েছেন এরদোগান। তাঁর প্রাপ্ত ভোট ৫২.১২ শতাংশ ও কিলিচদারোগলুর পেয়েছেন ৪৭.৮৮ শতাংশ ভোট। দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ হাসি হেসেছেন এরদোগানই। এরফলে তৃতীয় বারের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তিনি। আপাতত ২০২৮ অবধি তুরস্কের প্রেসিডেন্ট থাকছেন তিনিই। অন্যদিকে, নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসতেই রাস্তায় নেমে বিজয় মিছিল করতে দেখা গিয়েছে এরদোগানের সমর্থকদের। তুরস্কের রাজধানী আনকারাতে উল্লাসে ফেটে পড়েছেন এরদোগানপন্থীরা। যদিও এবারের প্রেসিডেন্ট নির্বাচনে জনাদেশ এরদোগানের বিরুদ্ধে যাবে বলেই অনুমান করেছিল তুরস্কের রাজনৈতিক বিশেষজ্ঞরা। কারণ তাঁর বিরুদ্ধে একাধিক অস্ত্র ছিল বিরোধী শক্তির হাতে। বর্তমানে তীব্র অর্থনৈতিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে তুরস্ক। তাই রাজনৈতিক মহলের অনুমান ছিল হয়ত এবারে আর ক্ষমতায় ফিরতে পারবেন না এরদোগান। কিন্তু দীর্ঘ দু’দশক ধরে ক্ষমতায় থাকা রিসেপ তাইয়েপ এরদোগানকেই ফের প্রেসিডেন্ট পদে বেছে নিয়েছেন তুরস্কের মানুষ। নির্বাচনের ফলাফল প্রকাশ পেতেই বিশ্বের নানা রাষ্ট্রপ্রধানরা শুভেচ্ছা জানিয়েছেন এরদোগানকে। আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন থেকে শুরু করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে।

29th     May,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ