বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

অন্ধত্ব ও পক্ষাঘাত সারাতে মস্তিষ্কে চিপ 
এলন মাস্কের অভিনব উদ্যোগকে ছাড়পত্র এফডিএর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একবিংশ শতাব্দীর প্রথমার্ধ কি চিকিৎসাশাস্ত্রে বৈপ্লবিক পরিবর্তনের সাক্ষী হতে চলেছে? জ্ঞানীগুণীরা বলছেন, ইতিমধ্যেই এই পরিবর্তনের সূচনা করে দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। পরের যুগান্তকারী পরিবর্তনটা কি হতে চলেছে দুরারোগ্য রোগব্যধির চিকিৎসায় মস্তিষ্কে চিপ বসানো? না, অনুমান নয়। আমেরিকায় চিকিৎসা পরীক্ষার শীর্ষ নিয়ন্ত্রণ সংস্থা এফডিএ এমনই অনুমতি দিয়েছে এলন মাস্কের সংস্থাকে। পক্ষাঘাত ও অন্ধত্বের মতো উত্তর না পাওয়া সমস্যায় মানুষের মাথায় চিপ বসিয়ে ক্লিনিক্যাল ট্রায়াল করার এই অনুমতি দেওয়াকে কেন্দ্র করে বিশ্বজুড়ে শোরগোল পড়েছে। সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে এমনই চাঞ্চল্যকর খবর।
প্রসঙ্গত, মস্তিষ্কে চিপ বসানোর আলোচনা পাড়ার ঠেক, চায়ের আড্ডা বা ট্রেনে-বাসে রঙ্গ-রসিকতার ছলেই হয়ে আসছিল দীর্ঘদিন। রোগ সারাতে মাস্কের কোম্পানি নিউরালিঙ্ককে মানুষের মাথায় এমন কম্পিউটার চিপ (ব্রেন ইমপ্লান্ট) বসাতেই অনুমতি দিয়েছে এফডিএ। আর তা দেওয়াও হয়েছে এমন একটা সময়, যখন আমেরিকার কৃষিমন্ত্রক মাস্কের কোম্পানির বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে। অভিযোগ, পশুপাখির অধিকার সংক্রান্ত আইন ভঙ্গ করেছে তারা। 
বরাবরই নিজের অভিনব চিন্তাভাবনা এবং শিল্পোদ্যোগের জন্য হাততালি এবং সমালোচনা—দুই-ই বিস্তর কামিয়েছেন মাস্ক। মানুষের মাথায় চিপ বসাতে নিজের আগ্রহের কথা তিনি প্রথম জানান ২০১৯ সালে। নিউরালিঙ্ক অবশ্য ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য এফডিএর কাছে অনুমতি চায় ২০২২ সালে। তিন যুক্তি দেখিয়ে প্রথমে খারিজ করা হয় সেই আবেদন। শেষমেশ অনুমতি পেল তারা।
এই ধরনের উদ্যোগকে ‘যুগান্তকারী’ বলে জানিয়েছেন খ্যাতনামা স্নায়ুরোগ বিশেষজ্ঞ বিআইএন-এর অধ্যাপক ডাঃ বিমানকান্তি রায়। বলেন, যদি সত্যিই এটি করতে পারেন মাস্ক, অন্ধত্ব এবং পক্ষাঘাতের উত্তর মিলতে পারে। দুই, যাঁদের কিছুটা কিছুটা এই সমস্যা আছে, মস্তিষ্কের সুনির্দিষ্ট অংশকে স্টিমুলেট করে তাঁদের স্বাভাবিক জীবনে ফেরানো যেতেও পারে। নিউরোলজিস্টরা জানিয়েছেন, মস্তিষ্কের ফ্রন্টাল লোবের মোটর হোমানকুলাস নামের অংশ মানুষের হাত-পা নাড়ানোর কাজটি প্রাথমিকভাবে নিয়ন্ত্রণ করে। কিন্তু সেই কাজে মস্তিষ্কের আরও অজস্র জায়গা সক্রিয়ভাবে অংশ নেয়। বিষয়টি অত্যন্ত জটিল। চিপ যদিও বা হোমানকুলাসকে সক্রিয় করার কাজ করে, মস্তিষ্কের বাকি অংশকে কীভাবে নিয়ন্ত্রণ করবে? উঠেছে এইসব প্রশ্ন। সাবধানীরা বলছেন, ভবিষ্যতে এই চিপ ‘ফ্রাঙ্কেনস্টাইন’ হয়ে উঠবে না তো!

29th     May,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ