বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

অভিভাবকের বাইবেল রাখার সাজা,
দু’বছরের শিশুর যাবজ্জীবন কারাদণ্ড
উত্তর কোরিয়া

পিয়ংইয়ং: দু’বছরের শিশুকে যাবজ্জীবন কারাদণ্ড! বাবা-মায়ের অপরাধের দায় বর্তাল একরত্তির উপর। কঠোর শাসন নীতির জন্য বারবার সমালোচনার মুখে পড়েছে উত্তর কোরিয়া। সম্প্রতি অভিযোগ উঠেছে, কিম জং উনের দেশে ধর্মচারণের স্বাধীনতা লোপ পেয়েছে। কোণঠাসা দশা খ্রিষ্টান ধর্মাবলম্বীদের। ঘরে বাইবেল রাখা কার্যত নিষিদ্ধ। কারও কাছে ধর্মগ্রন্থ পাওয়া গেলেই মৃত্যুদণ্ডের খাঁড়া ঝুলছে। পাশাপাশি বাড়ির অন্য সদস্যদের শোনানো হচ্ছে যাবজ্জীবন কারাবাসের সাজা। এমনই এক ঘটনায় এক দু’বছরের শিশুকে শাস্তি দিল আদালত। সম্প্রতি মার্কিন সরকার এই ঘটনা প্রকাশ্যে এনেছে। 
রিপোর্টে বলা হয়েছে, উত্তর কোরিয়ায় গত কয়েক বছরে প্রায় ৭০ হাজার মানুষকে শাস্তির মুখে পড়তে হয়েছে কেবল খ্রিষ্টান হওয়ার কারণে। ২০০৯ সালে ওই একরত্তির অভিভাবকের কাছে বাইবেল পাওয়া গিয়েছিল। তারপরই তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। পাশাপাশি আইন অনুসারে যাবজ্জীবনের সাজা শোনানো হয় ওই শিশুটিকে। এরপর থেকেই কারাগারে দিন কাটছে শিশুটির। 
উত্তর কোরিয়া আদতে একটি নাস্তিক দেশ। তবে দেশের সংবিধান অনুযায়ী, স্বাধীনভাবে ধর্মচারণ করতে কোনও নাগরিকের বাধা নেই। তা সত্ত্বেও বাইবেল রাখায় সমস্যার মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। মার্কিন রিপোর্টে আরও দাবি করা হয়েছে, জেলে বন্দিদের উপর অকথ্য অত্যাচার করা হয়। শারীরিক ও মানসিক হেনস্তার শিকার হন মহিলারাও। বাদ যায় না শিশুরাও। উত্তর কোরিয়ায় কিম জং উনের কথাই ‘বেদবাক্য’। তুঘলকি শাসনের জন্য সে দেশে লঙ্ঘিত হয় মানবাধিকার। আন্তর্জাতিক মঞ্চে বারবার এই কারণে সমালোচিতও হতে হয়েছে তাঁকে। রিপোর্ট সামনে আসার পর ফের তোলপাড় দুনিয়া জুড়ে। 

28th     May,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ