বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

মন্দার ছায়া জার্মানিতে

বার্লিন: মন্দার ছায়া ইউরোপের বৃহত্তম অর্থনীতি জার্মানিতে। জানুয়ারি থেকে মার্চ— চলতি বছরের প্রথম ত্রৈমাসিকেও সঙ্কুচিত হল জার্মান অর্থনীতি। গত বছরের শেষ তিন মাসেও একই হাল ছিল। ফলে এই নিয়ে টানা দু’টি ত্রৈমাসিকে নিম্নমুখী হল জার্মানির আর্থিক কর্মকাণ্ড। অর্থনীতির অন্যতম সংজ্ঞায় যা মন্দারই ইঙ্গিত। জার্মানির এই পরিস্থিতির কারণে বৃহস্পতিবার পতন হয়েছে ইউরোর দামে। আর সেই সুযোগে ডলার পৌঁছে গিয়েছে দু’মাসের সর্বোচ্চ দরে।
বৃহস্পতিবার ফেডারেল স্ট্যাটিস্টিক্যাল অফিসের প্রকাশিত তথ্য বলছে, জানুয়ারি থেকে মার্চ ত্রৈমাসিকে জার্মানির জিডিপি কমেছে ০.৩ শতাংশ। এর ঠিক আগের ত্রৈমাসিকেও জার্মানিতে ০.৫ শতাংশ নিম্নমুখী হয়েছিল জিডিপি। পরপর দু’টি ত্রৈমাসিকে জিডিপির পতন মন্দার অন্যতম সাধারণ সংজ্ঞা। যদিও ইউরো জোনের একদল অর্থনীতিবিদ কর্মসংস্থান সহ আরও বিভিন্ন ক্ষেত্রের পরিসংখ্যানকে হাতিয়ার করে ভিন্ন মতও প্রকাশ করছেন। ক্যাপিটাল ইকনমিক্সের প্রবীণ অর্থনীতিবিদ ফ্র্যানজিৎস্কা পামাসের দাবি, চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে জার্মানিতে কর্মসংস্থান বেড়েছে। কমেছে মুদ্রাস্ফীতিও। তবে এই দুই ইতিবাচক ফ্যাক্টর সত্ত্বেও সুদের বর্ধিত হার যে মানুষের ব্যয় করার প্রবণতা ও বিনিয়োগের ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলেছে, সেকথাও মানছেন তিনি। আবার ডনেস্ক ব্যাঙ্কের আধিকারিক স্টেফান মেলিনের বক্তব্য, ২০২২ সালের চতুর্থ ত্রৈমাসিকে বৃদ্ধি নেতিবাচক হওয়ার পর থেকেই জার্মানিতে ধীরে ধীরে মন্দার প্রভাব বাড়ছে। বাড়ছে ছাঁটাইয়ের আশঙ্কাও। তবে শুধু ইউরো নয়, ইয়েন সহ বিশ্বের ছ’টি গুরুত্বপূর্ণ মদ্রার দরও গত সপ্তাহে ডলারের তুলনায় পড়েছে।

26th     May,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ