বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

প্রধান বিচারপতির ক্ষমতা খর্বে বিল পাশ পাকিস্তানে
ইমরানের নামে ফের গ্রেপ্তারি পরোয়ানা

ইসলামাবাদ: তোষাখানার পর এবার মহিলা বিচারককে হুমকির মামলা! পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আবারও জারি হল জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা। বুধবার এমনই নির্দেশ দিয়েছে ইসলামাবাদের একটি আদালত। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মালিক আমনের এজলাসে মামলাটির শুনানি চলছে। এদিন সেখানে সশরীরে হাজিরা দেওয়ার কথা ছিল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ সুপ্রিমোর। কিন্তু তিনি আসেননি। উপরন্তু হাজিরা এড়াতে তারিখ পিছনোর আবেদন জানান ইমরানের আইনজীবী। পত্রপাঠ তা খারিজ করে প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারক। শুধু তাই নয়, আগামী ১৮ এপ্রিল ইমরানকে এজলাসে পেশেরও নির্দেশও দেন। অন্যদিকে, এদিনই দেশের প্রধান বিচারপতির ক্ষমতা খর্বে বিল পাশ করেছে পাকিস্তানের জাতীয় সংসদ। দু’দিন আগে প্রধান বিচারপতির স্বতঃপ্রণোদিত মামলা দায়েরের ক্ষমতার বিরুদ্ধে প্রশ্ন তুলেছিলেন পাকিস্তানের সুপ্রিম কোর্টের দুই বিচারপতি। তারপরেই এই পদক্ষেপ। একদিন আগেই প্রধান বিচারপতির ক্ষমতা খর্বে আইন না করা হলে ইতিহাস ক্ষমা করবে না বলে মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তারপর মঙ্গলবার বিকেলে এব্যাপারে সিলমোহর দেয় মন্ত্রিসভা। 
রাতেই সংসদে ‘দ্য সুপ্রিম কোর্ট (প্র্যাকটিস অ্যান্ড প্রসিডিওর) অ্যাক্ট, ২০২৩’ বিল পেশ করেন আইনমন্ত্রী আজম নাজির। সেটি নিম্নকক্ষে পাশও হয়ে যায়। যদিও এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন ইমরান খান। প্রাক্তন প্রধানমন্ত্রীর মতে, নির্বাচন আটকাতেই এই আইন আনা হচ্ছে। 

30th     March,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ