বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

পর্যটকদের একাকী ট্রেকিংয়ে
নিষেধাজ্ঞা জারি নেপালে

কাঠমাণ্ডু: ভিনদেশি পর্যটকদের ব্যক্তিগত ট্রেকিং করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করল নেপাল প্রশাসন। পর্যটকদের নিরাপত্তার কারণেই এই সিদ্ধান্ত। আগামী ১ এপ্রিল থেকে নেপালের কোনও পাহাড়ে একাকী কোনও বিদেশি ট্রেকিং করতে পারবেন না। তাঁকে অবশ্যই লাইসেন্সপ্রাপ্ত গাইডের মাধ্যমে ট্রেকিংয়ে যেতে হবে। তবে, ভূপ্রাকৃতিক গঠন সম্পর্কে ওয়াকিবহাল থাকার কারণে স্থানীয়দের উপর কোনওরকম নিষেধাজ্ঞা জারি করা হয়নি। নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, নিরাপত্তা সংক্রান্ত বিষয় এবং স্থানীয় গাইডদের বেশি করে কাজ পাইয়ে দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নেপাল ট্যুরিজম বোর্ডের ডিরেক্টর জেনারেল মণি আর লামিচানে জানিয়েছেন, একাকী ট্রেকিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হল, পর্যটক কোনও বিপদে পড়লে তাঁকে রক্ষা করার মতো কেউ থাকেন না। তাঁর দাবি, শহরের মধ্যে একাকী ঘুরলে কোনও সমস্যা নেই। কিন্তু অজানা পাহাড়ি পথে সতর্ক থাকতে হবে অনেক বেশি।

30th     March,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ