বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

ন্যাশভিল গুলিকাণ্ড: বন্দুকবাজ
রূপান্তরকামী, স্কুলেরই প্রাক্তনী

ন্যাশভিল: আমেরিকার টেনেসি প্রদেশের ন্যাশভিলে স্কুলে হামলা চালানো বন্দুকবাজের বিস্তারিত পরিচয় প্রকাশ করল পুলিস। ন্যাশভিল মেট্রোপলিটন পুলিসের প্রধান জন ড্রেক জানিয়েছেন, গুলিতে নিহত বছর আঠাশের ওই বন্দুকবাজের নাম অড্রে এলিজাবেথ হেল। যে স্কুলে হামলা চলেছে সেই ন্যাশভিল কোভেন্যান্ট স্কুলেরই প্রাক্তনী সে। প্রথমে তাকে মহিলা হিসেবে চিহ্নিত করা হলেও পরে জানা যায় সে একজন রূপান্তরকামী। শুধু তাই নয়, আততায়ীর হেফাজত থেকে এই গোটা হামলার ব্লুপ্রিন্টও উদ্ধার হয়েছে। তবে ঠিক কী কারণে এই হামলা চালিয়েছে সে, তা এখনও স্পষ্ট নয় বলেই জানিয়েছেন পুলিস প্রধান।
আর পাঁচটি স্বাভাবিক দিনের মতোই সোমবার সকালটা শুরু হয়েছিল ন্যাশভিলের ওই বেসরকারি খ্রিস্টান স্কুলে। আচমকাই দু’টি অ্যাসল্ট রাইফেল ও একটি পিস্তল নিয়ে সেখানে হামলা চালায় অড্রে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় এভেলিন ডিয়েকহাউস, হেলি শ্রাগস্‌ ও উইলিয়াম কিন নামে তিনজন ন’বছরের শিশুর। পাশাপাশি, স্কুলের শীর্ষকর্ত্রী ক্যাথরিন কুনস্‌ এবং দুই অশিক্ষক কর্মী সিন্থিয়া পিক ও মাইক হিলও নিহত হন। পরে পুলিস ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীকে নিকেশ করে। 
ঠিক কী কী পাওয়া গিয়েছে হামলকারীর কাছ থেকে? পুলিস প্রধানের কথায়, ‘আমরা একটি ইস্তাহার জাতীয় পুস্তিকা পেয়েছি। কিছু নথিও মিলেছে। যেখানে হামলার দিন ও বিবরণ লিপিবদ্ধ করা রয়েছে। একটি মানচিত্রও উদ্ধার হয়েছে। সেখানে ওই স্কুলের বিল্ডিংয়ের নকশার পাশাপাশি সবক’টি ঢোকা-বেরনোর রাস্তা পর্যন্তও চিহ্নিত করা রয়েছে। বোঝাই যাচ্ছে, হামলার আগে রীতিমতো রেইকি করেছিল ওই বন্দুকবাজ হামলাকারী।’ এদিকে, ঘটনার তদন্তকারীরা প্রাথমিকভাবে অনুমান করছেন, ওই স্কুলের ছাত্রী থাকাকালীন কোনও ঘটনা নিয়ে তীব্র অসন্তোষ বা ক্ষোভ ছিল অড্রের মনে। যা থেকে এই চরম সিদ্ধান্ত নিয়েছিল সে।
ঘটনাস্থলে ন্যাশভিল পুলিস। সিসি ক্যামেরার ফুটেজে  হামলা চালানো বন্দুকবাজ অড্রে এলিজাবেথের ছবি। - পিটিআই

29th     March,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ