বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

সঙ্ঘের যোগ কাজে লাগিয়েছিলেন
ভুয়ো পিএমও কর্তা কিরণ প্যাটেল

শ্রীনগর ও আমেদাবাদ: অফিসারের মতো হাবভাব, ধোপদূরস্ত পোশাক। তার উপর গুজরাতে বিজেপির উঁচুতলার নেতাদের সঙ্গে যোগাযোগ। এসব কিছুকেই কাজে লাগিয়ে চোখে ধুলো দিয়েছিলেন গুজরাতের জালিয়াত ‘ডক্টর’ কিরণ জে প্যাটেল। প্রধানমন্ত্রীর দপ্তরের পদস্থ আধিকারিক পরিচয় দিয়ে জম্মু ও কাশ্মীরে অবৈধ সুযোগ-সুবিধা আদায় করে নিয়েছিলেন তিনি। কিন্তু আইএএস ও আইপিএস অফিসারের ফারাকটা জানা ছিল না। আর এই অক্ষমতাই তাঁর জালিয়াতির পর্দাফাঁস করে দিয়েছে। গোয়েন্দা সূত্রে এমনটাই জানা গিয়েছে। সূত্রের খবর, কাশ্মীরে নিজের প্রতারণার কারবারে আরএসএসের সঙ্গে যোগাযোগকেও কাজে লাগিয়েছেন প্যাটেল। বর্তমানে তাঁর ঠাঁই হয়েছে শ্রীনগরের সেন্ট্রাল জেলে। তাঁর বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও নাম ভাঁড়ানোর অভিযোগ দায়ের হয়েছে। এরইমধ্যে মঙ্গলবার আমেদাবাদ পুলিসের জালে ধরা পড়েছেন তাঁর স্ত্রী মালিনি প্যাটেলও। প্রতারণার অভিযোগে হাজতে যেতে হয়েছে তাঁকেও। 
প্যাটেলের বিরুদ্ধে অভিযোগ নতুন কিছু নয়। তাঁর বিরুদ্ধে অন্তত তিনটি পুরনো প্রতারণার মামলা সামনে এসেছে। তদন্তে এখনও পর্যন্ত যে তথ্য উঠে এসেছে, তা রীতিমতো চাঞ্চল্যকর।  শুধু পিএমও-র আধিকারিকই নয়, কখনও ব্যবসায়ী, আবার কখনও ওয়েব ডিজাইনার, বা এনজিও-র চেয়ারম্যান বলেও নিজের পরিচয় দিয়েছিলেন তিনি। সূত্রের খবর, বিভিন্ন অনুষ্ঠান, প্রচার  ও সমাবেশের আয়োজন করতে গুজরাতের বিজেপি ও আরএসএসের একটা অংশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন প্যাটেল। সংবাদমাধ্যম সূত্রে খবর, আরএসএসের সঙ্গে যোগাযোগ কাজে লাগিয়ে কাশ্মীরে প্রশাসনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন তিনি।

29th     March,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ