বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

কুনো জাতীয় উদ্যানে মৃত্যু চিতা সাশার

ভোপাল: ভারতে চিতা প্রকল্প বড়সড় ধাক্কা খেল। নামিবিয়া থেকে আনা আটটি চিতার মধ্যে মারা গেল একটি। অনেক চেষ্টা করেও অসুস্থ স্ত্রী চিতা সাশাকে বাঁচানো গেল না। সোমবার মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে তার জন্য তৈরি কিউবিকলে মৃত অবস্থায় পাওয়া যায় সাশাকে। তাকে হারিয়ে বিহ্বল কুনো। গত বছরের ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে নামিবিয়া থেকে আনা চিতাগুলিকে কুনোর এনক্লোজারে ছাড়া হয়েছিল। এর কয়েক মাস পর জানুয়ারি মাসে সাশার ডিহাইড্রেশন ও কিডনির সমস্যা ধরা পড়ে। বনবিহার জাতীয় উদ্যানের প্রধান পশু চিকিৎসক ডাঃ অতুল গুপ্তর নেতৃত্বে এক বিশেষজ্ঞ কমিটি তার চিকিৎসার দায়িত্বে ছিল। পর্যাপ্ত ফ্লুইড দিয়ে সাশাকে সুস্থ করে তোলাও হয়। কিন্তু শেষরক্ষা হল না। সাড়ে পাঁচ বছরের সাশা আর সেরে উঠল না। প্রসঙ্গত, চিতা প্রকল্পের অঙ্গ হিসেবে প্রথম দফায় নামিবিয়া থেকে আটটি চিতাকে আনা হয়েছিল। নিজের জন্মদিনে প্রধানমন্ত্রীই আনুষ্ঠানিকভাবে চিতাগুলিকে কুনোর কোয়ারেন্টাইন এনক্লোজারে খাঁচামুক্ত করেছিলেন। এরপর দ্বিতীয় দফায় ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকা থেকে আরও ১২টি চিতা উড়িয়ে আনা হয়েছে। সাশার মৃত্যুতে কুনো জাতীয় উদ্যানে বর্তমানে চিতার মোট সংখ্যা কমে হল ১৯। ভারতের বন্যপ্রাণী সংস্থা (ডব্লুআইআই) ও মধ্যপ্রদেশ বনবিভাগের আধিকারিক ও কর্মীদের কড়া নজরে থাকা সত্ত্বেও সাশার মৃতুতে বিশেষজ্ঞদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। এত কাঠখড় পুড়িয়ে আফ্রিকা থেকে চিতা আনার পর এই মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট সকলেই হতাশ, বিষন্ন। সাশার মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এক আধিকারিক জানিয়েছেন, ‘এই মৃত্যু অস্বাভাবিক নয়। নামিবিয়া থেকে আসার পর প্রথম দিন থেকেই সাশা দুর্বল ছিল। অসুস্থ হওয়ার পর বিশেষজ্ঞ চিকিৎসকদের দল সাশাকে সুস্থ করে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। কিন্তু, দুর্ভাগ্যবশত ওকে বাঁচানো গেল না।’ 

28th     March,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ