বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

ওয়াশিংটনে এবার ভারতীয় সাংবাদিককে
হেনস্তা খলিস্তানি বিক্ষোভকারীদের

ওয়াশিংটন: মার্কিন মুলুকে খবর সংগ্রহ করতে গিয়ে খলিস্তানিদের হামলার মুখে পড়লেন সংবাদ সংস্থা পিটিআইয়ের সাংবাদিক। তাঁর নাম ললিত কে ঝা। জানা গিয়েছে, শনিবার ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন খলিস্তানি সমর্থকরা। তাঁরা ভারতীয় রাষ্ট্রদূত তরণজিৎ সিং সান্ধুর উদ্দেশে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। অবশ্য, সেই সময় দূতাবাসে ছিলেন না রাষ্ট্রদূত। বিক্ষোভের সেই সংবাদই সংগ্রহ করতে গিয়েছিলেন ললিত। তখনই দুই বিক্ষোভকারী প্রথমে তাঁকে গালিগালাজ করেন। এরপর লাঠি দিয়ে ললিতের ডান কানেও আঘাত করা হয় বলে অভিযোগ। মার্কিন সিক্রেট সার্ভিস ও স্থানীয় পুলিস তাঁকে রক্ষা করে।
ইতিমধ্যেই এসংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পিটিআইয়ের ওই সিনিয়র সাংবাদিক। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারতীয় দূতাবাস। এক বিবৃতিতে বলা হয়েছে, ওয়াশিংটন ডিসিতে তথাকথিত ‘খলিস্তানি বিক্ষোভে’ সিনিয়র ভারতীয় সংবাদিককে শারীরিকভাবে হেনস্তা করা হয়েছে। এই ধরনের আচরণে খলিস্তানি বিক্ষোভকারীদের হিংসাত্মক ও সমাজবিরোধী মনোভাব ফুটে উঠেছে। তবে দ্রুত পদক্ষেপের জন্য প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে ভারতীয় দূতাবাস। এই ঘটনার নিন্দা করেছেন মার্কিন কংগ্রেসের ভারতীয় বংশোদ্ভূত সদস্য রো খান্নাও। জানা গিয়েছে, ক্যামেরায় ছবি তুলতে ললিতকে বাধা দেন বিক্ষোভকারীরা। খলিস্তানি পতাকা দিয়ে তাঁর মুখ ও ক্যামেরা ঢেকে দেন তাঁরা। সেই সঙ্গে হুমকিও দেওয়া হয়। শুধু ওই সাংবাদিককেই নয়, হুমকি দেওয়া হয় ভারতীয় রাষ্ট্রদূতকেও। অবশ্য, লন্ডন ও সান ফ্রান্সিসকোর ঘটনার পুনরাবৃত্তি রুখতে এদিন কড়া ভূমিকা নিয়েছিল ওয়াশিংটন ডিসি প্রশাসন। অন্যদিকে, বিগত কয়েকদিন ধরে একাধিক দেশে ভারতীয় দূতাবাসে হামলা চালিয়েছে খলিস্তানপন্থীরা। 'ওয়ারিস পাঞ্জাব দে' প্রধান অমৃতপাল সিংয়ের সমর্থনে এভাবে ভারতের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে তাঁর সমর্থকরা। লন্ডনের পর কানাডায় ভারতীয় দূতাবাসেও তাণ্ডব চালায় তারা।  এই ঘটনায় এবার কানাডার হাই কমিশনারকে তলব করল কেন্দ্র। সেখানকার ভারতীয় দূতাবাসের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উদ্বেগের কথা অটোয়াকে জানিয়ে দিয়েছে নয়াদিল্লি। গত রবিবার খলিস্তানপন্থীদের হামলার জেরে বাতিল হয় কানাডায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতের সম্মানে আয়োজিত একটি অনুষ্ঠান। এখানেই শেষ নয়। ঘটনাস্থলে হাজির এক ভারতীয় বংশোদ্ভূত সাংবাদিকের উপরেও চড়াও হয় বিক্ষোভকারীরা। পুলিসের নিরাপত্তাকে বুড়ো আঙুল দেখিয়ে দূতাবাস চত্বরে ঢুকে পড়ে তারা। ঘটনার তীব্র নিন্দা করেছে ভারত। এবিষয়ে একটি বিবৃতিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, ‘ভারতীয় দূতাবাস ও কূটনীতিকদের নিরাপত্তার দায়িত্ব কানাডা প্রশাসনের উপরেই বর্তায়। তারা সেই কাজটা করলে তবেই কূটনৈতিক সম্পর্ক বজায় থাকবে।’ তিনি প্রশ্ন তুলেছেন, ‘পুলিস মোতায়েন থাকা সত্ত্বেও কীভাবে নিরাপত্তা বলয় ভেদ করে বিক্ষোভকারীরা ভিতরে প্রবেশ করল?’ কানাডা সরকারের কাছে এ ব্যাপারে ব্যাখ্যা চেয়েছে ভারত।

27th     March,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ