বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

শপথ নিলেন ভারতে নিযুক্ত
মার্কিন রাষ্ট্রদূত এরিক গার্সেটি

ওয়াশিংটন: দু’বছর পর ভারতে স্থায়ী রাষ্ট্রদূত পাঠাচ্ছে আমেরিকা। এই পদে শপথ নিলেন এরিক গার্সেটি। শুক্রবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ভারতে নিযুক্ত রাষ্ট্রদূতকে শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে উপস্থিত ছিল গার্সেটির পরিবারও। নতুন এই দায়িত্ব পেয়ে খুশি লস অ্যাঞ্জেলসের প্রাক্তন মেয়র। তিনি বলেন, ‘ভাইস প্রেসিডেন্টের কাছে শপথ বাক্য পাঠ করতে পেরে আমি খুবই আনন্দিত। কাজ করার জন্য মুখিয়ে রয়েছি। খুব শীঘ্রই ভারতের উদ্দেশে রওনা দেব।’ শপথ গ্রহণের পর গার্সেটির সঙ্গে দেখা করেন আমেরিকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত তরনজিৎ সিং সান্ধু। তিনি বলেন, ‘ভারতে নিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।’ ২০২১ সালের জুলাই মাসে এই পদের জন্য গার্সেটিকে মনোনীত করেন প্রেসিডেন্ট জো বাইডেন। দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে চলতি মাসে সেই প্রস্তাব মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটের অনুমোদন পায়। গার্সেটির পক্ষে ভোট পরে ৫২টি। বিপক্ষে যায় ৪২টি ভোট। প্রসঙ্গত, ২০১৩ থেকে দীর্ঘদিন ধরে লস অ্যাঞ্জেলসের মেয়রের দায়িত্ব সামলেছেন ‘বাইডেন ঘনিষ্ঠ’ এই নেতা।
 মার্কিন রাষ্ট্রদূূত হিসেবে শপথ নেওয়ার পর ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে এরিক গার্সেটি। ওয়াশিংটনে পিটিআইয়ের তোলা ছবি।   

26th     March,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ