বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

চলতি সপ্তাহেই ওমান থেকে জাকির
নায়েককে আটক করতে মরিয়া কেন্দ্র

 

নয়াদিল্লি: ওমান থেকে নির্বাসিত হতে পারেন উগ্র মৌলবাদী প্রচারক জাকির নায়েক। সেক্ষেত্রে তাঁকে ‘আটক’ করে ভারতে ফিরিয়ে আনার সম্ভাবনা প্রবল। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি এব্যাপারে ওমান প্রশাসনের সঙ্গে আলোচনা চালাচ্ছে। সূত্রের খবর, আগামী ২৩ মার্চ ওমান সফরের সময়েই জাকিরকে পাকড়াও করা হতে পারে। স্থানীয় আইন মেনেই যাতে ওই উগ্র মৌলবাদী প্রচারককে আটক করা হয়, তার জন্য ওমান প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে নয়াদিল্লির তরফে। গোটা বিষয়টিতে নজর রাখছে সেদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস। জাকির নায়েকের বিরুদ্ধে ভারতে অর্থ তছরুপ, বিদ্বেষমূলক ভাষণ ও হিংসায় উস্কানির অভিযোগে মামলা চলছে। ধর্মীয় সাম্প্রদায়িকতার অভিযোগে ২০১৬ সালে তাঁর সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে এদেশের সরকার। এরপরই পাততাড়ি গুটিয়ে মালয়েশিয়ায় গিয়ে ‘আশ্রয়’ নেন তিনি। এবার ওই উগ্র মৌলবাদী প্রচারককে নিজেদের হাতে পেতে চাইছে নয়াদিল্লি। চলতি সপ্তাহে ওমানে দু’টি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা জাকিরের। আগামী ২৩ মার্চ তাঁকে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে ওমানের ওয়াকফ ও ধর্মীয় মন্ত্রণালয়। ২৫ তারিখ জাকিরের বক্তৃতা দেওয়ার কথা সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়ে। এই সময়েই যাতে তাঁকে আটক করা যায়, তার মরিয়া চেষ্টা চালাচ্ছে মোদি সরকার।

22nd     March,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ