বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

চট্টগ্রাম ও সিলেট বন্দর ভারতকে
ব্যবহারের প্রস্তাব শেখ হাসিনার

ঢাকা:  চট্টগ্রাম ও সিলেট বন্দর ব্যবহারের জন্য ভারতকে প্রস্তাব দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাণিজ্য ও আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি করতে তিনি এই প্রস্তাব দিয়েছেন। রবিবার ঢাকার গণভবনে গভর্নিং অব ইন্ডিয়া ফাউন্ডেশনের সদস্য রাম মাধবের সঙ্গে সাক্ষাৎ করেন হাসিনা। তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, ‘ভারত চাইলে আমাদের চট্টগ্রাম ও সিলেট বন্দর ব্যবহার করতে পারে। এই পদক্ষেপে আঞ্চলিক যোগাযোগ ও জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধি পাবে।’
অপরদিকে রাম মাধবও বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নতির প্রশংসা করেন। তিনি বলেন, ‘ভারত-বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রয়েছে। ভবিষ্যতেও এই সম্পর্ক থাকবে।’ ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলির কাছাকাছি হল চট্টগ্রাম ও সিলেট বন্দর। এই বন্দর ব্যবহার করলে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বের যোগাযোগ ও পণ্য পরিবহণ আরও সহজ হবে। 

21st     March,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ