বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

খলিস্তানিদের জবাব,
লন্ডনের ভারতীয় দূতাবাসে
উড়ল বিশাল জাতীয় পতাকা

লন্ডন: গতকাল, রবিবার ব্রিটেনের ভারতীয় দূতাবাসে হামলা চালায় খলিস্তান সমর্থকরা। গুরুত্বপূর্ণ সরকারি চত্বরে ঢুকে তারা নামিয়ে দেয় ভারতের তেরঙা জাতীয় পতাকা। এবার তার জবাব দিল ভারতীয় দূতাবাসও। দূতাবাসের গায়ে আজ দেখা গেল ভারতের সুবিশাল জাতীয় পতাকা। গতকাল ঘটনা চলাকালীনই এক খলিস্তানির হাত থেকে পতাকা ছিনিয়ে নিয়ে তার নির্দিষ্ট জায়গায় ফের ফিরিয়ে দিয়েছিল এক ভারতীয় কর্মী। আজ তার পাশাপাশি বড় করে দূতাবাসের উড়ল বিশাল জাতীয় পতাকা। উল্লেখ্য, এই ঘটনায় ইতিমধ্যেই ভারতে ব্রিটিশ ডেপুটি হাইকমিশনারের কাছ থেকে জবাবদিহি চেয়েছে ভারত। ব্রিটেনের তরফেও আশ্বস্ত করা হয়েছে, ভবিষ্যতে এই ধরণের ঘটনাকে প্রতিহত করার চেষ্টা করা  হবে। দোষীদের বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা নেবে ব্রিটেনের প্রশাসন। এই ঘটনায় ইতিমধ্যেই এক খলিস্তানপন্থীকে গ্রেপ্তার করেছে পুলিস। কিন্তু এত সংবেদনশীল এলাকায় কীভাবে বহিরাগতরা ঢুকে পড়ল তা নিয়ে প্রশ্ন উঠছে। এই ঘটনার পর  নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তুলে কড়া ভাষায় নিন্দা করেছে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক। ভারতের খলিস্তানপন্থী নেতা অমৃতপাল সিংয়ের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেওয়ার প্রতিক্রিয়া হিসেবেই বিদেশে তাঁর সমর্থকরা এই কাণ্ড ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে। এরপরই আজ আরও বড় এই জাতীয় পতাকাটি লাগানো হয়। যা দেখে স্বভাবতই খুশি ভারতের নেটিজেনরা।

20th     March,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ