বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

গ্রেপ্তারি পরোয়ানার পর
কোণঠাসা পুতিনের পাশে জিনপিং
আজ মস্কোয় বৈঠক

মস্কো: আজ, সোমবার রাশিয়ায় পুতিনের সঙ্গে দেখা করবেন চীনের প্রেসিডেন্ট জি জিনপিং। মস্কোয় আজই পৌঁছচ্ছেন জি। সেখানেই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। আন্তর্জাতিক আদালত পুতিনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরবর্তী সময়ে জি-র এই সাক্ষাৎকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশ্ব-রাজনীতর মঞ্চে রাশিয়ার প্রেসিডেন্ট যে একা নন, সেই বার্তা দিতেই জিনপিংয়ের এই বিশেষ মস্কো যাত্রা বলে মনে করছেন অনেকে। পশ্চিমের দেশগুলির সঙ্গে পুতিনের ক্রমবর্ধমান খারাপ সম্পর্কের আবহে জিনপিংয়ের রাশিয়া সফরকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে ক্রেমলিনও। তবে মস্কো-বেজিংয়ের এই ঘনিষ্ঠতা চিন্তার ভাঁজ বাড়াচ্ছে ভারতের কপালে। পুরো পরিস্থিতির দিকেই সতর্ক দৃষ্টি রেখেছে নয়াদিল্লি। সম্প্রতি, টানা তৃতীয়বারের জন্য চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস তৈরি করেছেন জিনপিং। তবে তাঁকে উদ্বেগে রেখেছে প্রশান্ত ও ভারত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকা, অস্ট্রেলিয়া ও ব্রিটেনের নয়া জোট। ঐকবদ্ধ হয়ে ড্রাগনের বিরুদ্ধে লড়তে প্রস্তুত হচ্ছে এই তিন দেশ। অন্যদিকে, ইউক্রেন আক্রমণের পর থেকে কূটনৈতিকভাবে বিশ্বে একেবারেই কোণঠাসা হয়ে পড়েছেন পুতিন। উপরন্তু আন্তর্জাতিক আদালত তাঁকে যুদ্ধাপরাধী হিসেবে অভিযুক্ত করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এই অবস্থায় বিশ্বের এই দুই শক্তিধর দেশ পরস্পরের পাশে দাঁড়িয়ে বিশ্বকে বার্তা দিতে চাইছে বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। তবে চীন ও রাশিয়ার এই সখ্যতা ভারতের পক্ষে বেশ উদ্বেগজনক। নয়াদিল্লি একদিকে যেমন চীনের প্রতিরোধে আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে কোয়াডের সদস্য হিসেবে এই দেশগুলির সঙ্গে সম্পর্ক মজবুত করেছে। একইভাবে ইউরোপ ও আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞাগুলিকে অগ্রাহ্য করে রাশিয়ার থেকে সস্তায় তেল কিনেছে। তাই রাশিয়া ও চীনের মধ্যে বন্ধুত্ব যত বাড়বে, ভারতের টানাপোড়েন বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

20th     March,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ