বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

মৃত্যুপুরী তুরস্ক! ভূমিকম্পের জেরে মৃতের সংখ্যা
৮ গুণ বাড়তে পারে, আশঙ্কাপ্রকাশ ‘হু’-এর

ইস্তানবুল, ৭ ফেব্রুয়ারি: ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তুরস্ক। একের পর এক ভূমিকম্পের জেরে মৃত্যুপুরী তুরস্ক। ধ্বংসাবশেষ সরালেই লাশের দেখা মিলছে। ঘুমের মধ্যে ধ্বংসস্তূপে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন অসংখ্য মানুষ। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে ৪০০০ জনে। জখম অসংখ্য। যদিও প্রতি মুহূর্তে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এরই মধ্যে আশঙ্কাপ্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু-এর তরফে জানানো হয়েছে মৃতের সংখ্যা ৮ গুণ বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ ৩২ হাজারেরও বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা রয়েছে। আজ, মঙ্গলবার এমনই দাবি করেছে হু। ঘুমের মধ্যে প্রথম জোরালো কম্পনটি অনুভূত হয় গতকাল, সোমবার কাকভোরে। স্থানীয় সময় অনুযায়ী ভোর ৪টে ১৭ মিনিটে। রিখটার স্কেলে তীব্রতা ৭.৮। মৃত্যুমিছিলের সেই শুরু। স্বজন হারানোর কান্না তখনও থামেনি, ফের জোরালো কম্পন অনুভূত হয়। সেটি হয় দুপুর ১টা ২৪ মিনিটে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.৫। ধ্বংসের ছবিটা আরও বাড়ে। তুরস্কের ভূকম্পনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ইরাক, লেবানন সাইপ্রাস থেকে শুরু করে সুদূর গ্রিনল্যান্ডে পর্যন্ত তা অনুভূত হয়েছে। দু’টি টেকটনিক প্লেট সমান্তরালভাবে দু’দিকে সরে যাওয়ার ফলে এত বড় বিপর্যয়। তুরস্ক ও সিরিয়ার বিস্তীর্ণ এলাকা এখন কার্যত ধ্বংসস্তূপ। মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, প্রথম ভূমিকম্পের উৎসস্থল ছিল তুরস্কের গাজিয়ান্তেপ শহরের কাছে, ভূপৃষ্ঠ থেকে ১৭.৯ কিলোমিটার গভীরে। আর দ্বিতীয় ভূমিকম্পের উৎসস্থল একিনোজু শহরের ৪ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে। প্রথম ভূমিকম্পের পর তুরস্কের এএফএডি জরুরি পরিষেবা কেন্দ্র জানায়, আরও অন্তত ৫০টি ছোট কম্পন (আফটারশক) অনুভূত হয়েছে। তার রেশ কাটার আগেই দ্বিতীয় জোরালো ভূমিকম্প তছনছ করে দিয়েছে বিস্তীর্ণ এলাকা। আজ, মঙ্গলবার সকালেও ফের একবার ভূকম্পন অনুভূত হয় তুরস্কে। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ৫.৬। ভারতের তরফে ইতিমধ্যেই সাহায্যের হাত বাড়ানো হয়েছে তুরস্কের দিকে। উদ্ধারকারী দল, মেডিক্যাল টিম ও ত্রাণসামগ্রী ও ডগ স্কোয়াড পাঠানো হয়েছে নয়াদিল্লির তরফে।

7th     February,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ