বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

একনজরে ‘নজরদার’ বেলুন

 প্রতিপক্ষের উপর নজরদারি চালাতে এইধরনের বেলুন ব্যবহার নতুন কিছু নয়। ঠান্ডা যুদ্ধের সময় আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন দু’পক্ষই এই বেলুনের মাধ্যমে একে অপরের উপর নজরদারি চালাত।  আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার উপর একধরনের আগ্নেয় বোমা নিক্ষেপের জন্য এই বেলুন ব্যবহার করত জাপান।

 সাধারণ বিমান এমনকী যুদ্ধবিমানের থেকেও বেশি উঁচুতে উড়তে পারে এই নজরদার বেলুন। ৮০ হাজার ফুট থেকে শুরু করে সর্বোচ্চ ১ লক্ষ ২০ হাজার ফুট উচ্চতায় পৌঁছতে পারে এই বেলুন। যুদ্ধবিমান ওড়ে ৬৫ হাজার ফুটে। আর অসামরিক বিমান ওড়ে ৪০ হাজার ফুটে।

 নজরদার বেলুনে ভরা থাকে হিলিয়াম গ্যাস। থাকে সৌর প্যানেল। যা শক্তি জোগায় বেলুনকে। বেলুনে লাগানো যেতে পারে উচ্চক্ষমতা সম্পন্ন ক্যামেরা, রেডার, সেন্সর এবং যোগাযোগের যন্ত্রও। সবমিলিয়ে একে স্বয়ংক্রিয় বিমান বললে ভুল হবে না।

 স্যাটেলাইট থাকতে কেন বেলুন?
প্রথমত, স্যাটেলাইট বা ড্রোনের তুলনায় খরচ অনেক কম। সেই সঙ্গে এটিকে পরিচালনা করাও তুলনায় অনেক সহজ। এছাড়া গতি কম হওয়ায় লক্ষ্যবস্তুর উপর বেশিক্ষণ ভেসে থাকতে পারে নজরদার বেলুন। সেই তুলনায় স্যাটেলাইটের গতিবিধি অনেকটাই নিয়ন্ত্রিত। তার নির্দিষ্ট কক্ষপথের উপর ভরসা করে থাকতে হয়।

7th     February,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ