বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

তুরস্ক-সিরিয়ায় শুধুই কান্নার রোল
ধ্বংস ঐতিহাসিক গাজিয়ান্তেপের দুর্গ

ইস্তানবুল: হাড় কাঁপানো ঠান্ডা। তাসের ঘরের মতো ভেঙে পড়ছে বহুতল। প্রাণ বাঁচাতে কার্যত আধো ঘুম চোখেই বরফে ঢাকা রাস্তায় নেমে আসছেন মানুষ। হাতের কাছে কিছু না পেয়ে হাতে করেই ধ্বংসস্তূপ সরানো শুরু হয়েছে ততক্ষণে। ভূমিকম্প বিধ্বস্ত একের পর এক শহরে কার্যত একই ছবি চোখে পড়েছে এদিন। তরস্কের কুর্দ অধ্যুষিত শহর দিয়ারবাকিরে বাড়ি মুহিত্তিন ওরাকসির। কান্না কোনওমতে চেপে বললেন, আমার পরিবারের সাতজন সদস্য ধ্বংসস্তূপের নীচে। আমার বোন ও তার তিন সন্তান চাপা পড়েছে। বোনের স্বামী, শ্বশুর, শাশুড়িও রেহাই পায়নি।
সরকারি আধিকারিকরা বলছেন, একে তো বারবার কম্পন অনুভূত হচ্ছে। তার উপর রাস্তা বরফে ঢাকা পড়ায় তিনটি বড় বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। ফলে উদ্ধার ও অত্যাবশ্যকীয় পণ্য পর্যন্ত পৌঁছনোর কাজ ব্যাহত হচ্ছে। মে মাসে ভোট থাকায় তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের কাছেও প্রতিকূল পরিবেশে দ্রুত উদ্ধারের কাজ চালানোটা রাজনৈতিকভাবে অতি গুরুত্বপূর্ণ। সমবেদনা প্রকাশ করে ভূমিকম্প বিধ্বস্ত দেশবাসীর কাছে তাঁর আবেদন, বিপদের এই মুহূর্তে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আশা করি, হাতে হাত মিলিয়ে এই বিপর্যয়ের মোকাবিলা করতে পারব আমরা। 
তুরস্কের মতো প্রায় একই ছবি সিরিয়াতেও। চারপাশে স্বজনহারা মানুষের বুক ভাঙা কান্না। ওসামা আবদেল হামিদ বলেন, কম্পন অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে স্ত্রী ও সন্তানকে ঘুম থেকে তুলি। তিনজনে প্রাণপণে ছুটে বাইরে বেরিয়ে আসি। প্রায় সঙ্গে সঙ্গেই গোটা বহুতলটি ভেঙে পড়ল। সিরিয়ার অসামরিক প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র ইসমাইল আল-আবদুল্লা বলেন, দেশের উত্তর-পশ্চিমে বহু শহর ও গ্রামে অসংখ্য ঘরবাড়ি ভেঙে পড়েছে। বহু পরিবার ধ্বংসস্তূপের তলায় আটকে রয়েছে। সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রক বলছে, ব্যাপক ক্ষতি হয়েছে আলেপ্পো, লাটাকিয়া, হামা ও তারুস শহরের।
তুরস্কের টিভি ফুটেজগুলিতে দেখা যাচ্ছে, সিরিয়া সীমান্ত লাগোয়া শহরগুলিতে চরম প্রতিকূল পরিবেশের কারণে প্রাণপাত করতে হচ্ছে উদ্ধারকারীদের। ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি প্রথম ভূমিকম্পের উৎসস্থল কাহরামানমারাস ও গাজিয়ান্তেপের মধ্যবর্তী এলাকাগুলির। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা শহরটাই। কাহরামানমারাসের গভর্নর ওমের ফারুক কোসকুন বলেন, অসংখ্য বহুতল ধ্বংস হয়ে গিয়েছে। তাই মৃতের প্রকৃত সংখ্যা এখনই বলা সম্ভব নয়।
মাল্টায়া প্রদেশে ১৪ তলার একটি বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ার ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে ২৮টি অ্যাপার্টমেন্ট ছিল। চাপা পড়েছেন ৯২ জন। আংশিকভাবে ভেঙে পড়েছে ত্রয়োদশ শতাব্দীর বিখ্যাত একটি মসজিদ। গাজিয়ান্তেপে পাহাড়ের উপর বাইজেনটাইন সম্রাট জাস্টিনিয়ানের তৈরি ২ হাজার ২০০ বছরের প্রচীন একটি দুর্গও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর পাশেই থাকা ঐতিহাসিক সিরভানি মসজিদও ধ্বংস। সূত্রের খবর, হেরিটেজ শহর অ্যালেপ্পোর একটি ঐতিহাসিক গেটও ক্ষতিগ্রস্ত হয়েছে। দিয়ারবাকির শহরে উদ্ধারকারীদের দাবি, বিভিন্ন জায়গায় ধ্বংসস্তূপের নীচে থেকে চাপা পড়া মানুষের গোঙানি শুনতে পাচ্ছি আমরা। তাঁদের আশঙ্কা, অন্তত ২০০ মানুষ চাপা পড়ে রয়েছেন। তুরস্কের অ্যাকাডেমি অব সায়েন্সের ভূমিকম্প বিশেষজ্ঞ নাসি গোরুরের আর্জি, ড্যামগুলিতে ফটল ধরেছে কি না খতিয়ে দেখুক প্রশাসন। ড্যামগুলি ভেসে গেলে আরও বড় বিপর্যয় নেমে আসতে পারে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রশাসনের তরফে ইতিমধ্যেই প্রাকৃতিক গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। 

7th     February,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ