বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

জঙ্গি হামলা রুখতে আফগান তালিবান নেতৃত্বের সহায়তা চাইল পাক প্রশাসন

ইসলামাবাদ: একের পর এক জঙ্গি হামলায় বিধ্বস্ত পাকিস্তান। সোমবার পেশোয়ারের মসজিদে আত্মঘাতী জঙ্গি হামলায় ১০১ জনের মৃত্যুর পরে প্রশাসনের ব্যর্থতা নিয়ে সরব গোটা দেশ। এই অবস্থায় জঙ্গি হামলা ঠেকাতে মরিয়া ইসলামাবাদ এবার সরাসরি আফগানিস্তানের তালিবান নেতৃত্বের সহায়তা চাইল। সোমবার কোন জঙ্গিগোষ্ঠী মসজিদে হামলা চালিয়েছে, তা এখনও প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়নি। তবে, হামলার পিছনে তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) হাত রয়েছে বলে প্রশাসন মনে করছে। সম্প্রতি বেশ কয়েকটি হামলায় টিটিপির নাম উঠে এসেছে। খাইবার-পাখতুনওয়া সহ বালুচিস্তানে সক্রিয় টিটিপি। ইসলামাবাদের মতে, টিটিপির এই বাড়বাড়ন্তের পিছনে রয়েছে আফগানিস্তানের তালিবান নেতৃত্ব। তাই টিটিপিকে নিয়ন্ত্রণ করতে আফগানিস্তানের তালিবান প্রধান হাইবাতুল্লা আখুন্দজাদার সহায়তা চাইল পাকিস্তান। শুক্রবার পেশোয়ারের হামলা নিয়ে বৈঠকে বসেছিল পাকিস্তানের অ্যাপেক্স কমিটি। এই কমিটিতে রয়েছে, প্রশাসন ও সেনার পদস্থ কর্তারা। সূত্রের খবর, টিটিপির বাড়বাড়ন্ত রুখতে আফগান তালিবান প্রধান আখুন্দজাদার সহায়তা চাওয়ার সিদ্ধান্ত হয় ওই বৈঠকেই। অ্যাপেক্স কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তানের অভ্যন্তরীণমন্ত্রী রানা সানাউল্লা। বৈঠকের পরে তিনি বলেন, ‘পেশোয়ারের মসজিদে হামলার মূলচক্রীরা আফগানিস্তানে থাকতে পারে। তাই বিষয়টি নিয়ে আফগান নেতৃত্বের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত হয়েছে।’ এদিকে, পেশোয়ারের হামলার তদন্তে বড়সড় সাফল্য মিলেছে বলে দাবি পাক প্রশাসনের। জঙ্গির ডিএনএ নমুনা পরীক্ষা করা হয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতে তার পরিবারের কাছে পৌঁছতে চাইছেন তদন্তকারীরা।

5th     February,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ