বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

চরম অর্থনৈতিক সঙ্কটের মধ্যে
স্বাধীনতা দিবস পালন শ্রীলঙ্কার

 

কলম্বো: বেহাল আর্থিক দশার জেরে টালমাটাল শ্রীলঙ্কার রাজনৈতিক পরিস্থিতি। প্রবল জনরোষে গত বছরের মাঝামাঝি ঘটে গিয়েছে ক্ষমতার পালাবদল। দেশ ছেড়ে পালিয়ে ইস্তফা দিতে হয়েছিল প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেকে। নজিরবিহীন সেই সমস্যা এখনও বহাল। এরইমধ্যে শনিবার দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস পালন করল শ্রীলঙ্কা। কলম্বোয় প্রধান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে। উপস্থিত ছিলেন ভারতের বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি মুরলীধরণ সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা। প্রেসিডেন্টের বার্তায় দেশের চলতি পরিস্থিতির প্রসঙ্গ উঠে এসেছে। তিনি বলেছেন, ‘অত্যন্ত সঙ্কটজনক ও কঠিন সময়ে ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির ৭৫ তম বার্ষিকী পালন করা হচ্ছে। কিন্তু চলতি পরিস্থিতি দেশ হিসেবে আমাদের শক্তি ও প্রাপ্তির পর্যালোচনারও সুযোগ এনে দিয়েছে। সেইসঙ্গে আমাদের ত্রুটি ও ব্যর্থতা সংশোধনেরও পরিসর তৈরি করে দিয়েছে।’ ভারতের বিদেশ রাষ্ট্রমন্ত্রী বলেছেন,‘ বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশে’র স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে উচ্ছ্বসিত। টুইট করে তিনি বলেছেন, ‘দু’দেশের কূটনৈতিক সম্পর্কও ৭৫ বছরে পা দিয়েছে। ভারত বরাবরই শ্রীলঙ্কার নির্ভরযোগ্য শরিক ও বিশ্বস্ত বন্ধু।’ 
আর্থিক দৈন্যদশার মধ্যে স্বাধীনতা দিবস পালনে আড়ম্বরের তীব্র বিরোধিতা করেছে বিরোধীরা।  স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বয়কটও করে বিরোধী গোষ্ঠীগুলি। তাদের বক্তব্য, চরম অভাবের মধ্যে রয়েছেন আমজনতা। খাবার ও ওষুধের অভাব যখন দেশের মানুষকে চরম দারিদ্র্যের মুখে ঠেলে দিয়েছে, তখন এভাবে ২০ কোটি টাকা খরচ করা হচ্ছে কেন?
৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জাতীয় পতাকা নিয়ে সেনার মিছিল। কলম্বোয় পিটিআইয়ের তোলা ছবি। 

5th     February,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ