বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

রেকর্ড সংখ্যক ভারতীয়কে
ভিসা দিতে চলেছে আমেরিকা

নয়াদিল্লি: চলতি বছরে রেকর্ড সংখ্যায় ভারতীয়দের ভিসা দেবে আমেরিকা। এমনটাই চিন্তাভাবনা করছে ভারতের মার্কিন দূতাবাস। মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার জন্য প্রতি বছর ভিসার আবেদন জানান কয়েক লক্ষ ভারতীয়। কিন্তু মার্কিন ভিসা নীতির জটিলতার জেরে আটকে রয়েছে বহু আবেদন। যার ফলে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে তাঁদের। ভিসা দেওয়ার ক্ষেত্রে এই সমস্যার ব্যাপারে বাইডেন প্রশাসনকে একাধিকবার জানিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক। এই পরিস্থিতিতে বি১, বি২, এইচ ওয়ান-প্রতিটি ক্ষেত্রেই আবেদনকারীদের সমস্যা মেটানোর চেষ্টা করছে মার্কিন দূতাবাস। সাধারণত আবেদন জানানোর পর ভারতীয়দের ওয়ার্ক ভিসার জন্য ৬০ থেকে ২৮০ দিন অপেক্ষা করতে হয়। অন্যদিকে, ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে সেই সময়কাল প্রায় এক বছর। যদিও এবার বি১ ও বি২ বিজনেস ও ট্যুরিস্ট ট্র্যাভেল ভিসার জন্য প্রথমবার যাঁরা আবেদন জানিয়েছেন, তাঁদের গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে মার্কিন দূতাবাস। ইতিমধ্যেই সংশ্লিষ্ট বিভাগগুলিতে বহু আবেদন জমা পড়েছে। সেগুলিকে আগে যাচাই করে দেখা হবে। এবিষয়ে মুম্বইয়ের মার্কিন কনস্যুলেটের প্রধান জন ব্যালার্ড বলেন, ‘সম্প্রতি প্রায় আড়াই লক্ষ ভারতীয়ের জন্য  বি১ ও বি২ ভিসার অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করা হয়েছে। সংশ্লিষ্ট বিভাগে প্রথমবার আবেদন জানানো ব্যক্তিদের ইন্টারভিউর জন্য বিশ্বের বিভিন্ন দূতাবাস থেকে আধিকারিকরা এখানে এসেছেন। তাঁদের সাহায্যে এই প্রক্রিয়া অনেক কম সময়ে মেটানো যাবে।’ তাঁর কথায়, ‘বি ওয়ান ও বি টু ভিসার আবেদনকারীদের আমেরিকায় যাওয়ার নির্দিষ্ট কারণ দেখাতে হবে।’ 
 পাশপাশি পুরনো ভিসার পুনর্নবীকরণের প্রক্রিয়াকেও আরও সহজ করতে তৎপর হয়েছে মার্কিন দূতাবাস। সূত্রের খবর, এখন থেকে আবেদনকারীরা ই-মেলে নিজেদের আবেদন জমা দিতে পারবেন। এরপর সেগুলি যাচাই করে দেখবেন দূতাবাসের কর্মীরা। এর ফলে প্রথমবার ভিসার আবেদন জানানো ব্যক্তিদের সাক্ষাৎকারের প্রক্রিয়া অনেক সহজেই সম্পন্ন হবে।

30th     January,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ