বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

ফের গুলি চলল
ইজরায়েলে, আহত ২

জেরুজালেম: ২৪ ঘণ্টার ব্যবধানে জোড়া হামলা ইজরায়েলে। শুক্রবার ইজরায়েলের একটি সিনাগগে (ইহুদিদের উপসনালয়) বন্দুকবাজের হামলায় মৃত্যু হয়েছিল সাতজনের। আহত হয়েছিলেন কমপক্ষে তিনজন। ঘটনার রেশ কাটতে না কাটতেই শনিবার সকালে ফের চলল গুলি। এবার পূর্ব জেরুজালেমের সিওয়ানে গুলিবিদ্ধ হয়ে জখম এক ব্যক্তি ও তাঁর ছেলে। জানা গিয়েছে, প্যালেস্টাইনের ১৩ বছরের এক কিশোর তাদের লক্ষ্য করে গুলি চালায়।  আহত বাবা ও ছেলেকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
ওয়াকিবহাল মহলের মতে, ইজরায়েলর সঙ্গে প্যালেস্টাইনের সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়েনের প্রতিফলন এই জোড়া হামলা। কিছুদিন আগেই পশ্চিম ভূখণ্ডের জেনিন শহরে প্যালেস্টাইনি শরণার্থী শিবিরে অভিযান চালিয়েছিল ইজরায়েলি সেনা। ২০০৫ সালের পর প্রথমবার ওই অঞ্চলে এতো বড় মাপের সামরিক অভিযান চালিয়েছে ইজরায়েল। সেনার তরফে জানানো হয়েছিল, ওই অঞ্চলে লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে ওই অভিযান চালানো হয়েছিল। ইজরায়েলের এই সামরিক অভিযানে নিহত হন প্যালেস্টাইনের ১০ জন নাগরিক। ইজরায়েলের এই অভিযানের প্রতিশোধ নেওয়ার হুমকি দেয় প্যালেস্টাইনের ইসলামিক জেহাদ ও হামাস জঙ্গি গোষ্ঠী। এরপরেই শুক্রবার নেভে ইয়াকভ এলাকার একটি সিনাগগে বন্দুক নিয়ে হামলা চালায় প্যালেস্টাইনের ২১ বছর বয়সি এক যুবক। সিনাগগে উপস্থিত ব্যক্তিদের উপর নির্বিচারে গুলি চালাতে শুরু করে সে। পরে অবশ্য পুলিসের গুলিতে বন্দুকবাজের মৃত্যু হয়। সংশ্লিষ্ট ঘটনায় এখন পর্যন্ত ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একটি বিবৃতিতে ইজরায়েলের পুলিস জানিয়েছে, ধৃতদের সঙ্গে নিহত বন্দুকবাজের কোনও সম্পর্ক রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে।

29th     January,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ