বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

আমেরিকায় ফের ফ্লয়েড কাণ্ডের ছায়া
পুলিসের অত্যাচারে মৃত্যু কৃষ্ণাঙ্গের

ওয়াশিংটন: জর্জ ফ্লয়েড নামে কৃষ্ণাঙ্গ এক যুবককে গলায় পা দিয়ে মেরে ফেলেছিল পুলিস। সেই ঘটনা ঘিরে প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছিল আমেরিকা। কয়েক বছর পর মার্কিন মুলুকে ফিরল  ফ্লয়েড হত্যার সেই ভয়াবহ স্মৃতি। ঘটনাস্থল মেম্ফিস। পুলিসের অমানবিক অত্যাচারে প্রাণ হারালেন টায়ার নিকোলাস নামে এক কৃষ্ণাঙ্গ যুবক। গত ৭ জানুয়ারি তাঁকে গ্রেপ্তার করেছিল পুলিস। এর তিনদিন পর হাসপাতালে মৃত্যু হয় তাঁর। শুক্রবার নিকোলাসকে মারধরের একাধিক ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে, কৃষ্ণাঙ্গ ওই যুবককে মাটিতে ফেলে নির্দয়ভাবে লাথি-ঘুষি মারছেন কয়েকজন পুলিসকর্মী। যন্ত্রণায় কঁকিয়ে ওঠেন নিকোলাস। আর্তস্বরে তিন বার ‘মা’ বলে ডেকে নেতিয়ে পড়েন তিনি। তারপরও অত্যাচার এতটুকু কমেনি। যুবকের মুখে আছড়ে পড়ে ভারী বুটের লাথি, ঘুষি। হাঁফাতে হাঁফাতে কাতর গলায় নিকোলাস বলতে থাকেন, ‘আমি কোনও দোষ করিনি। আপনারা আমার সঙ্গে এটা করতে পারেন না।’ বেধড়ক মারধরের পর মাটিতে লুটিয়ে পড়েন নিকোলাস। ব্যথা-যন্ত্রণায় ছটফট করতে থাকেন তিনি। এলাকায় তখন পর্যাপ্ত আলো। তবুও তাঁর চোখে টর্চের জোরালো আলো ফেলেন এক পুলিশকর্মী। অন্য একটি ভিডিওতে দেখা যাচ্ছে, পুলিসের একটি গাড়ির গায়ে হেলান দিয়ে বসে রয়েছেন বিধ্বস্ত নিকোলাস। মাঝেমধ্যেই মাথা ঝুঁকে পড়ছে তাঁর। এই অবস্থাতেই তাঁকে সোজা করে বসাচ্ছেন পুলিসকর্মীরা। আপৎকালীন পরিষেবার সদস্যরা আসার আগে পর্যন্ত এভাবেই চলতে থাকে নির্যাতন। 
এই ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন। গ্রেপ্তার করা হয় পাঁচজন পুলিস আধিকারিককে। যদিও ইতিমধ্যেই ধৃতদের মধ্যে চারজন জামিনে ছাড়া পেয়েছেন। ঘটনা ঘিরে আমেরিকায় কৃষ্ণাঙ্গদের বিক্ষোভ দানা বাঁধছে। এরইমধ্যে শুক্রবার নিকোলাসের মা ওয়েলেসের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।   ছেলের মৃত্যুর জন্য পুলিসকেই দায়ী করেছেন ওয়েলস। তাঁর দাবি, প্রথম থেকেই ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে মেম্ফিস পুলিস। প্রথমে তাঁকে বলা হয়েছিল নিকোলসকে মদ্যপ অবস্থায় গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু তাঁকে কিছুতেই হাতকড়া পরানো যাচ্ছিল না। এর জন্যই ওই যুবককে মারধর করতে বাধ্য হয় পুলিস। কিন্তু তাঁর ছেলে কোনও অপরাধ করেছে বলে মানতে নারাজ ওয়েলেস। তিনি বলেছেন,  ‘আমার ছেলে খুবই ভালো ছিল।’  তাঁর আফসোস,  ‘মার খেতে খেতে ছেলেটা আমায় বারবার ডাকছিল। কিন্তু সেই সময় আমি ওর কাছে থাকতে পারলাম না।’

29th     January,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ