বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

লন্ডনে সাড়ম্বরে পালিত ভারতের সাধারণতন্ত্র দিবস

লন্ডন (পিটিআই): লন্ডনে উৎসবের মেজাজে পালিত হল ভারতের সাধারণতন্ত্র দিবস। ভারতীয় হাইকমিশনের ঐতিহাসিক গিল্ড হলে নৃত্য ও গান পরিবেশনের পাশাপাশি নয়াদিল্লির কর্তব্য পথে কুচকাওয়াজের ঝলকও দেখানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটেনের একঝাঁক এমপি, বিভিন্ন দলের নেতা, কূটনীতিক, শিল্পপতি এবং প্রবাসী ভারতীয়রা। বক্তব্য রাখেন ব্রিটেনে ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। তাঁর ভাষণে ভারতীয় সংবিধানের গুরুত্বের কথা তুলে ধরেন। 
বৃহস্পতিবার সন্ধ্যায় দোরাইস্বামী বলেন, ভারতীয় সংবিধানে  দেশের নাগরিকদের মৌলিক অধিকার, ন্যায়বিচার, স্বাধীনতা, সমতা ও সৌভ্রাতৃত্ব নিশ্চিত করার কথা বলা হয়েছে। কিন্তু এই সংবিধান গ্রহণের প্রেক্ষাপট ও যেভাবে প্রজন্মের পর প্রজন্ম ধরে তা দেশের নাগরিকদের উজ্জীবিত করে চলেছে, সেটাই সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়। প্রসঙ্গক্রমে আসে ভারত-ব্রিটেন দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সেতুবন্ধনকারী হিসেবে প্রবাসী ভারতীয়দের ভূমিকা এবং মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) কথা। হাইকমিশনার বলেন, ‘বিশ্বব্যাপী অংশীদারিত্ব, বিশেষ করে ব্রিটেনের মতো বন্ধুদেশগুলির সঙ্গে সহযোগিতার মাধ্যমে ভারত উন্নয়নের পথে এগিয়ে চলেছে। সংস্কৃতি,বাণিজ্য ও লগ্নির ক্ষেত্রে দুই দেশের ঘনিষ্ঠ আদানপ্রদান বরাবরই রয়েছে। ব্রিটেনের শিল্প, স্বাস্থ্য, খেলাধুলো, রাজনীতি এবং খাদ্যাভাসের ক্ষেত্রে এক উল্লেখযোগ্য অবদান রেখেছে ভারতীয় বংশোদ্ভূতরা।’ দোরাইস্বামী আরও বলেন, ‘এমন সময়ে আমরা ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে কাজ করছি, যখন ভারতীয় সংস্থাগুলি এখানে দ্বিতীয় বৃহত্তম বিনিয়োগকারী। এ বছরটি ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা, আমরা জি-২০তে সভাপতিত্ব করছি। যা বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে একটা বড় চ্যালেঞ্জ।’ এই অনুষ্ঠানে ব্রিটিশ সরকারের প্রতিনিধিত্ব করেন দক্ষিণ এশিয়ার দায়িত্বপ্রাপ্ত ব্রিটেনের বিদেশমন্ত্রী লর্ড তারিক আহমেদ। দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে তিনি প্রবাসী ভারতীয়দের ভূমিকার কথা তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে গোর্খা ব্যান্ডের তরফে ভারত ও ব্রিটেনের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর ব্রিটেনের বলিউড ডান্স স্কুলের তরফে ব্যালে এবং জ্যাজের মাধ্যমে এ আর রহমানের ‘জয় হো’ এবং ‘বন্দেমাতরম’-এর সুরে ভারতীয় লোকসঙ্গীতের একটি কোলাজ পরিবেশন করা হয়।
লন্ডনের গিল্ডহলে সাধারণতন্ত্র দিবস পালন অনুষ্ঠানে বিক্রম দোরাইস্বামী এবং লর্ড তারিক আহমেদ।

28th     January,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ