বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

শপথ অনুষ্ঠানের পোশাক
দান মার্কিন ফার্স্ট লেডির

 

ওয়াশিংটন: প্রতিটি নবনির্বাচিত প্রেসিডেন্টের মেয়াদ শুরুর আগে ক্যাপিটল হিলে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় মার্কিন মুলুকে। সেই ‘ইনগ্‌রাল বল’ অনুষ্ঠানে সাধারণত গাউন পরেন প্রেসিডেন্টের স্ত্রী বা ‘ফার্স্ট লেডি’। পরবর্তীকালে সেই পোশাক স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের সংগ্রহশালার জন্য দান করে দেন তিনি। সেই ১৯১২ সালে হেলেন টাফ্টের আমল থেকে এটাই দস্তুর। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী ঩জিলও সেই ‘ট্র্যাডিশন’ বজায় রাখলেন। পূর্বসূরী জ্যাকলিন কেনেডি, লরা বুশ, মিশেল ওবামা, মেলানিয়া ট্রাম্পের পদাঙ্ক অনুসরণ করে বাইডেন-পত্নীও তাঁর পোশাক দান করেলেন ইনস্টিটিউশনকে। 
তবে, ২০২১ সালের ২০ জানুয়ারি ক্যাপিটল হিলের অনুষ্ঠানে গাউন পরেননি জিল বাইডেন। কারণ, ওই সময় কোভিড সংক্রমণ শিখরে থাকায় জো বাইডেনের ‘ইনগ্‌রাল বল’ হয়নি। ওইদিন সকালে ক্যাপিটলের শপথ অনুষ্ঠানে জিল পরেছিলেন সমুদ্র নীল রংয়ের উলের ড্রেস ও মানানসই কোট। আর সন্ধ্যার হোয়াইট হাউসের ঘরোয়া অনুষ্ঠানে তাঁর পরনে ছিল আইভরি সিল্ক উলের সুদৃশ্য পোশাক ও ক্যাশমিয়ার কোট। স্মিথসোনিয়ান ইনস্টিটিউটকে এই দু’টি পোশাকই দান করেছেন জিল। বুধবার এক অনুষ্ঠানের মাধ্যমে পোশাকগুলি স্মিথসোনিয়ান কর্তৃপক্ষের হাতে তুলে দেন ফার্স্ট লেডি স্বয়ং। আজ, বৃহস্পতিবার থেকে সাধারণ মানুষ সেই পোশাক চাক্ষুষ করতে পারবেন।

26th     January,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ