বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

নিউজিল্যান্ডের নতুন
প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স
জানালেন, দেশের অর্থনীতির উন্নয়নের লক্ষ্যে কাজ করবেন

ওয়েলিংটন, ২৫ জানুয়ারি: নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ক্রিস হিপকিন্স। দেশের ৪১তম প্রধানমন্ত্রী তিনি। নিউজিল্যান্ডের বিদায়ী প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের পদত্যাগ করেছিলেন। তারপরই ক্রিস হিপকিন্সকে বেছে নিয়েছিল লেবার পার্টি। তিনিই প্রধানমন্ত্রী হিসেবে একমাত্র মনোনীত ব্যক্তি ছিলেন। ফলে গত রবিবার দলীয় এক বৈঠকে তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়। এরপর আজ, বুধবার দেশের রাজধানী ওয়েলিংটনে শপথগ্রহণ অনুষ্ঠান ছিল। সেখানে ৪৪ বছর বয়সী ক্রিস হিপকিন্সকে শপথ বাক্য পাঠ করান সেদেশের গভর্নর জেনারেল। দায়িত্ব গ্রহণের পরই নতুন প্রধানমন্ত্রী  বলেন, এটা আমার কাছে সবচেয়ে বড় সম্মান। আমার দায়িত্ব অনেকটা বাড়ল। আগামী দিনে চ্যালেঞ্জগুলি নিতে আমি প্রস্তুত। জানান, দেশের অর্থনীতির উন্নয়নের লক্ষ্যে তিনি কাজ করবেন। করোনাকালে দেশের অর্থনীতিতে মন্দা ও মূল্যবৃদ্ধি দেখা দিয়েছিল। সেটি সামাল দিয়ে দেশের অর্থনীতিকে ফের আগের অবস্থায় ফিরিয়ে আনাই তাঁর প্রধান লক্ষ্য। করোনাকালে তিনি কোভিড রেসপন্স ও পুলিস মন্ত্রী ছিলেন। উল্লেখ্য, ২০০৮ সালে তিনি প্রথমবার পার্লামেন্টের জন্য নির্বাচিত হন। ২০২০ সালে তিনি স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পান।

25th     January,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ