বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

আমেরিকায় তিনটি জায়গায়
বন্দুকবাজের হামলা, হত ৯

ওয়াশিংটন: চীনা নববর্ষের অনুষ্ঠানে বন্দুকবাজের হামলার পর আটচল্লিশ ঘণ্টাও কাটল না। আবার আমেরিকার তিনটি জায়গায় হামলা চালাল বন্দুকবাজেরা। তিনটি পৃথক ঘটনায় মৃত্যু হয়েছে ন’জনের। এদের মধ্যে রয়েছে দুই পড়ুয়া। মঙ্গলবার হামলাগুলি হয়েছে নর্থ ক্যালিফোর্নিয়া এবং আইওয়াতে। এদিন নর্থ ক্যালিফোর্নিয়ার হাফ মুন বেতে একটি ফার্মে এবং একটি ট্রাকিং বিজনেস কেন্দ্রে হামলা চালায় বন্দুকবাজরা। দু’টি হামলায় মোট সাতজনের মৃত্যু হয়। গুরুতর জখম হন তিনজন। ফার্মে হামলা চালানোর অভিযোগে স্থানীয় এক বাসিন্দাকে আটক করেছে পুলিস। শনিবারই বন্দুকবাজের হমলায় রক্তাক্ত হয়েছিল ক্যালিফোর্নিয়া। মঙ্গলবারের বন্দুক হামলার খবর পেয়ে ক্যালিফোর্নিয়ার গভর্নর গাভিন নিউসমের টুইট, ‘আগের বন্দুক হামলায় জখমদের সঙ্গে হাসপাতালে বৈঠক করছিলাম। তখনই আমাকে নতুন করে হামলার কথা জানানো হয়। এবার হাফ মুন বে। হামলার পর হামলা।’ 
তৃতীয় হামলাটি হয়েছে আইওয়ার ডেস মোইনস জেলায়। সেখানে একটি স্কুলে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে এক বন্দুকবাজ। তাতে গুলিবিদ্ধ হন এক শিক্ষক ও দুই পড়ুয়া। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসা চলার সময় মৃত্যু হয় ১৮ ও ১৬ বছর বয়সি দুই পড়ুয়ার। স্কুলের প্রতিষ্ঠাতা তথা শিক্ষক ৪৯ বছরের উইলিয়াম হোমস মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে তিন সন্দেহভাজনকে হেফাজতে নিয়েছে পুলিস
নর্থ ক্যালিফোর্নিয়ার হাফ মুন বেতে বন্দুকবাজের হামলার পর ঘটনাস্থল পরিদর্শনে সান মাতেও পুলিসের অফিসাররা।  ছবি: পিটিআই। 

25th     January,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ