বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

‘ভারতীয়রাও লড়তে জানে, দেখিয়েছিলেন
নেতাজি’, লন্ডনে বক্তব্য হাইকমিশনারের 

রূপাঞ্জনা দত্ত, লন্ডন: ‘ভারতীয়রাও লড়তে জানে, দেখিয়েছিলেন নেতাজি’— মন্তব্য ব্রিটেনে ভারতের হাইকমিশনার এইচ ই বিক্রম দোরাইস্বামীর। সোমবার পরাক্রম দিবস উপলক্ষ্যে তাঁর সেই অবদানের কথাই বারেবারে ঘুরে ফিরে এসেছে ভারতীয় হাইকমিশনের অনুষ্ঠানে। গান্ধী ভবনে নেতাজির প্রতিকৃতিতে পুষ্প স্তবক দিয়ে শ্রদ্ধা জানান দোরাইস্বামী। তিনি বলেন, ‘ভারতীয়রা নাকি যুদ্ধ করতে পারে না—১৮৫৭ সাল থেকে ভারতীয়দের সম্পর্কে এমন ধারণাই প্রচলিত ছিল। বলা হতো এরা সামরিক জাতি নয়। নেতাজি সেই ধারণা বদলে দিয়েছিলেন। তিনি প্রমাণ করেছিলেন, এই ভাবনা মোটেই সত্যি নয়। ভারতীয়রা যুদ্ধ করতে জানে।’নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৬তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সংবর্ধনার পাশাপাশি একটি বিশেষ প্রদর্শনীরও ব্যবস্থা করা হয়। হেরিটেজ বেঙ্গল গ্লোবালের তরফে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতি হাইকমিশনের ঐতিহাসিক ভবনে প্রদর্শিত হয়। দোরাইস্বামী বলেন, ‘দেশের স্বাধীনতার জন্য সুভাষচন্দ্র বিলাসবহুল জীবন এবং যাবতীয় সুযোগ-সুবিধা ত্যাগ করে নিঃস্বার্থ সংগ্রামের পথ বেছে নিয়েছিলেন। তাঁর সামরিক ও রাজনৈতিক সাহসের বহু কীর্তি চিরস্মরণীয় হয়ে রয়েছে।’ নেতাজির স্মরণে কলকাতায় যে মিউজিয়ামটি রয়েছে, তা সকলের দেখা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। দোরাইস্বামীর ভাষায়, ‘গৃহবন্দি অবস্থা থেকে পালানোর জন্য যে উপস্থিত বুদ্ধি ও সাহসিকতার পরিচয় তিনি রেখেছিলেন। ভারতের এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে ছুটে বেরিয়েছেন। যুদ্ধবন্দিদের দিয়ে সেনাবাহিনীকে সংগঠিত করার প্রচেষ্টা করেছিলেন। এসবই পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হয়েছে মিউজিয়ামে।’ এই অনুষ্ঠানে নেতাজির সামরিক অভিযানের বিষয়ে বক্তব্য রাখেন সাংবাদিক বিজয় রানা। অনুষ্ঠানে দেশাত্মবোধক গান পরিবেশন করেন বেঙ্গল হেরিটেজ ফাউন্ডেশনের সদস্যরা। পাশাপাশি, লন্ডনের ইলিং টাউন হলে হেরিটেজ বেঙ্গল গ্লোবাল-এর তরফে নেতাজির জন্মদিবস সাড়ম্বরেই পালিত হয়। পাশাপাশি সরস্বতী পুজোরও আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রদর্শিত হয় হেরিটেজ বেঙ্গল গ্লোবালের সদস্যদের আঁকা স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতি। ভারত সরকারের আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে বিশ্বব্যাপী প্রবাসী বাঙালিরা এই প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতার পুরো বিষয়টিই ব্রিটেনে ভারতের ডেপুটি হাইকমিশনার সুজিত ঘোষের মস্তিষ্কপ্রসূত। 
ইলিং টাউন হলের অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন নেহরু সেন্টারের ডেপুটি ডিরেক্টর সঞ্জয় শর্মা, ইলিংয়ের মেয়র কাউন্সিলার মহিন্দার কাউর মিধা, এমপি বীরেন্দ্র শর্মা, লন্ডনের ডেপুটি মেয়র (বিজনেস) রাজেশ আগরওয়াল, নেতাজির ভাই শরৎ বোসের নাতনি মিতালি চৌধুরী, আইএনএ-র প্রবীণ সদস্য অজিত রায়, সঙ্গীতশিল্পী সাহানা বাজপেয়ি প্রমুখ। সংশ্লিষ্ট অনুষ্ঠানে লন্ডন-কলকাতা সরাসরি উড়ানের সপক্ষে প্রচারের সূচনা হয়। 
ইন্ডিয়ান হাউসের গান্ধী হলে নেতাজিকে শ্রদ্ধা জানাচ্ছেন ব্রিটেনে ভারতের হাইকমিশনার এইচ ই বিক্রম দোরাইস্বামী।  

25th     January,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ